দু’দিনের সফরে ২১ জুন দিল্লী যাচ্ছেন শেখ হাসিনা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন দুদিনের দ্বিপাক্ষিক সফরে দিল্লী যাবেন।দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দিল্লী সফরের প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ সফরের কথা জানা গেছে।ভারতে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর শেখ হাসিনাই প্রথম সরকার প্রধান হিসেবে দিল্লী সফরে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি,তবে সফরের বিষয় নিয়ে দুই দেশের বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা কাজ করছেন।
ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় কোয়াত্রা গত মে মাসে ঢাকা সফর করেন এবং এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লী সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেন।সে আমন্ত্রণেই শেখ হাসিনা দিল্লী যাচ্ছেন।জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপাক্ষিক সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।ইতিমধ্যে এসব বিষয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ শুরু করেছেন।তবে এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য বলে দুই দেশই মনে করছে।
সফরসূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, ২২ জুন দিল্লীর হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করবেন।সে বৈঠকে গত দেড় দশকের ধারাবাহিকতায় ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন দুই প্রধানমন্ত্রী।এছাড়াও সে বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, সংযুক্তি, জ্বালানি, নতুন প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হবে।এছাড়াও দীর্ঘ দিন ধরে বাংলাদেশে অগ্রাধিকার জলবন্টন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পর কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।নতুন চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) মধ্যে ভারতের ঋণচুক্তি বাস্তবায়নে গতি আনতে নতুন রূপরেখা চুক্তি এবং বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য একটি এমওইউ সই হতে পারে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নয় জুন দিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন।শপথ অনুষ্ঠানের পর হাসিনা ও মোদি একান্ত বৈঠক করেছেন।সেই বৈঠকে দুই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়।ওই সফরের দুই সপ্তাহের মাথায় আবার দুই দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আগামী ২২ জুন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

15 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago