দুর্গা বাড়িতে কাত্যায়নী পুজো!!
অনলাইন প্রতিনিধি :-কাত্যায়নী,দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ।তিনি নবদুর্গা নামে পরিচিত।দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ রূপ হচ্ছে কাত্যায়নী।শনিবার দুর্গা বাড়িতে ঘটা করে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা।
এদিন দুর্গ বাড়িতে রাজ্যবাসীর মঙ্গলআর্থে পুজো দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।