দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রবিবার রানীবাজার থানার অন্তর্গত ঘোড়ামাড়া এলাকায় মামার বাড়ি থেকে স্বামীর সঙ্গে স্কুটি করে হাপানিয়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মাটি বুঝাই টিপার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিউলি দেবনাথ নামে ২৫ বছরের এক গৃহবধূর। আহত হন তার স্বামী সংগ্রাম দেবনাথ। জানা যায় মামার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী স্ত্রী। ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আজ থেকে ২ বছর আগে শিউলি দেবনাথ নামে ওই গৃহবধূর সামাজিকভাবে বিয়ে হয় হাঁপানিয়া এলাকার বাসিন্দা সংগ্রাম দেবনাথের সঙ্গে। দুর্ঘটনার পর পুলিশ টিপার গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। পরে গৃহবধুর পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে আসে এবং কান্নায় ভেঙে পড়ে।