দুর্ঘটনায় মৃত্যু পাচারকারীর,আহত দুই!!

এই খবর শেয়ার করুন (Share this news)

গভীর রাতে চোরাইকাঠ পাচারবাহী পিক আপ ভ্যান দুর্ঘটনায় নিহত এক পাচারকারী, আহত আরও দুইজন পাচারকারী। ঘটনা
বুধবার গভীর রাতে বীরগঞ্জ থানাধীন  অমরপুর- উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়। গান্ধারীর মালসাধু পাড়ার গভীর জংঙ্গল থেকে বেআইনি চেরাই কাঠ বোঝাই নাম্বার বিহীন পিক-আপ ভ্যানটি অমরপুর-উদয়পুর সড়কের গান্ধারী সবজি শেঠের নিকটবর্তী স্থানে এসে নিয়ন্ত্রন হাড়িয়ে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। চোরাই কাঠ বোঝাই গাড়ি দুর্ঘটনায় পরার বিকট শব্দে পার্শ্ববর্তী এলাকার জনজাতি বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায় এবং অমরপুর দমকল বিভাগে খবর দেয়। সাথে সাথেই দমকল কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে গভীর খাদে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্থ পিক আপ ভ্যান থেকে প্রায় সঙ্ঘাহীন অবস্থায় উদয়পুর চন্দ্রপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন (২০), প্রসেঞ্জিৎ বিশ্বাস (২৩) এবং আকাশ মজুমদার (২০) নামের তিনজনকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তিনজনকে পরীক্ষা করে আকাশ মজুমদারকে মৃত বলে ঘোষনা করেন। বাকি দুইজনকেও উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। নিহত পাচারকারীর মৃতদেহ বর্তমান অমরপুর মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে হস্তান্তর করা হবে। খবর পেয়ে মহকুমা ফরেষ্ট প্রোটেকশন টিমের বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Dainik Digital

Recent Posts

সবজি খেতে পোকার আক্রমণ বাজারে মূল্য হ্রাস, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি :-বিভিন্নঅঞ্চলে সবজি চাষিদের ফসলে নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে। বামুটিয়া কৃষি মহকুমাধীন এলাকার…

1 hour ago

কমিউনিস্টদের ঘরে যুবদের শ্রীকোনও স্থান নেই: বিপ্লব।।

অনলাইন প্রতিনিধি :-চুলে পাকধরার আগ পর্যন্ত কোনও মূল্যই থাকে না কমিউনিস্টদের ঘরে।জাতীয় যুব দিবসের এক…

1 hour ago

চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে ১৫ থেকে!!

অনলাইন প্রতিনিধি :-নাট্যভূমির উদ্যোগে নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্য উৎসব আগামী ১৫ জানুয়ারী…

1 hour ago

মিডিয়ার স্বাধীনতা।।

গত বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে গৃহীত হয় গত বছরের মে মাসে ইউরোপীয় ই…

2 hours ago

ভাঙনের পথে।।

২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও সংখ্যা বাড়িয়ে,তিনশোর বেশি আসন নিয়ে বিজেপির ক্ষমতায় ফেরার পরে অনেক রাজনৈতিক…

1 day ago

জিবি, আইজিএমে ওষুধ সঙ্কটে রোগীরা চরম বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকার হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ব্যবস্থাপনায় রোগীর দুর্ভোগ কমাতে সচেষ্ট হয়েছে…

1 day ago