দুর্ঘটনা: চাই মিশন মুড!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে ইদানীংকালে যান দুর্ঘটনার খবর প্রায়শই সংবাদ রা শিরোনামে থাকছে।এই যান দুর্ঘটনায় যেমন মানুষের প্রাণহানি ঘটছে তেমনি অনেকেই আহত হচ্ছেন, কারোর অঙ্গহানি হচ্ছে, কেউবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে।অর্থাৎ যান দুর্ঘটনায় কোনও কোনও পরিবারে একেবারে অন্ধকার নেমে আসে।সাম্প্রতিককালে একটি যান দুর্ঘটনায় এক তরুণী গৃহবধূর মৃত্যু গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে।ওই তরুণী গৃহবধূর বিয়ে হয়েছিল মাত্র সাতদিন আগে। সাতদিনের মধ্যে তার মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ সকলেই।যান দুর্ঘটনা তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়।রাজ্যে কোনও মতেই যান দুর্ঘটনার উপর নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না।যা এক ভয়ঙ্কর ঘটনা।ছোট এই রাজ্যে একদিকে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা,তেমনি বাড়ছে যান দুর্ঘটনাও। কোনও মতেই যান দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এমন কোনও দিন নেই যে রাজ্যে যান দুর্ঘটনা ঘটছে না।যান দুর্ঘটনা রুখতে প্রশাসন কিছু ভূমিকা নিচ্ছে।কিন্তু তা পর্যাপ্ত নয়।সবচেয়ে বড় কথা হল এটি ধারাবাহিকভাবে করা চাই।বিশেষ করে সচেতনতা বৃদ্ধি।সচেতনতামূলক প্রচার সারা বছরব্যাপী করতে হবে। ইদানীংকালে রাজ্যে রেকর্ড সংখ্যক যান বৃদ্ধির ফলে যান চালকদের মধ্যেও একটা অসম প্রতিযোগিতা শুরু হয়েছে বলা যায়।এই অসম প্রতিযোগিতা আর কিছুই নয়। আইন না মানার প্রতিযোগিতা।রাজ্যের একটা সিংহভাগ যান চালকই ট্রাফিক আইন মানেন না। এমনকী ট্রাফিক আইন সম্পর্কে বেশিরভাগ মানুষই অজ্ঞ।রাজধানীতে বাইক চালকদের সিংহভাগের মধ্যে এই প্রবণতা রয়েছে।বাইক চালাতে গেলে যিনি চালকের পেছনের সিটে বসবেন তাকেও হেলমেট পরতে হবে। কিন্তু খুব কম মানুষই হেলমেট (দ্বিতীয় ব্যক্তি)পরেন।এ বিষয়টি দেখা দরকার।বরং বলা চলে ট্রাফিক দপ্তর এমর্মে কড়া মনোভাব পোষণ করুক। রাজ্যে একসময় সবাই ইন্ডাস্ট্রি হেলমেট পরিধান করতেন।কিন্তু ট্রাফিক পুলিশের কড়াকড়ি এবং দাবড়ানিতে আইএসআই মার্কা হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়।এখন সিংহভাগ মানুষই হেলমেট পরেন।সুতরাং এটা লক্ষণীয় যে আইন কড়াকড়ি করলে মানুষ তা মানেন।সুতরাং এবার দ্বিতীয় বাইক আরোহীর হেলমেট পরাও একশ শতাংশ নিশ্চিত করার জন্য উদ্যোগী হতে হবে ট্রাফিক পুলিশ সহ প্রশাসনকে।দ্বিতীয়ত, বেপরোয়া গতি রুখতে উপমন্ত্র ভূমিকা নিতে হবে প্রশাসনকে।রাজধানীর বাইরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সড়কগুলিতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কোনও সদর্থক ভূমিকা নেই।যার ফলে আকছার দুর্ঘটনা ঘটছে। জীবনহানি হচ্ছে।এছাড়া ডিভাইডার নেই।ডিভাইডার থাকলে কী হয় যানগুলি তুলনামূলকভাবে কম স্পিডে চলাচল করে।প্রয়োজনে একটির পেছনে আরেকটি চলে।ফলে কিছুটা নিয়ন্ত্রণ থাকে যানবাহনের গতির। কিন্তু ডিভাইডার না থাকলে যা হয় শুধু ওভারটেকের প্রবণতা আর বেপরোয়া গতি। যানবাহনের দুর্ঘটনার জন্য যা বেশিরভাগই দায়ী।কাজেই জাতীয় সড়ক সহ অন্য সড়কগুলিতে বেশিরভাগই ডিভাইডার দেওয়া যায় কিনা এনিয়ে চিন্তাভাবনা শুরু হোক।তাছাড়া চলে নেশায় বুঁদ হয়ে গাড়ি চালনা।এ ঘটনা হয় রাতের দিকে। এদিকে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।সড়ক নিরাপত্তা নিয়ে সারা বছরব্যাপী আলোচনা, সচেতনতামূলক কর্মকাণ্ড চালানো দরকার।শুধু বছরে একবার নয়।সম্প্রতি দপ্তরের তরফে প্রাপ্ত তথ্যে জানা যায় যে এ রাজ্যে বছরে ২৫০ জনের মতো মানুষের মৃত্যু হয় যান দুর্ঘটনায়।ছোট এই রাজ্যে যান দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি।এর কারণ অবশ্যই আইন না মানা, বেপরোয়া গতি,হেলমেট না পরা,ওভারটেক করা, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো। সব মিলিয়ে যান দুর্ঘটনা রুখতে কঠোর মনোভাব পোষণ করা জরুরি।বিশেষ করে সরকারী প্রশাসনের। তবে এ কাজ্যে সরকারী প্রশাসনের পক্ষে তা এক করা সম্ভব নয়।মানুষকেও সচেতন হতে হবে।একাজে বিভিন্ন এনজিও-কে কাজে লাগাতে হবে।যান দুর্ঘটনাকে কমিয়ে আনতে মিশন মুডে কাজ করতে হবে।তাহলেই কিছু যদি সাফল্য আসে। কেননা মানুষের জীবন বাঁচানো একান্ত কর্তব্য আমাদের সকলের।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

6 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

6 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

7 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago