অনলাইন প্রতিনিধি :-দুর্নীতির সাগরে ভাসছে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রীরা।প্রশাসন পরিচালনা ও দুর্নীতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার ব্যর্থতার সুযোগ নিয়ে রাজ্যব্যাপী লুটপাট চালিয়ে যাচ্ছে খোদ বিজেপি সরকারের মন্ত্রীরা।অথচ রাজ্যের বেকারের চাকরি নেই, পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই। উপজাতি এলাকায় চলছে হাহাকার। সন্তান বিক্রি
হচ্ছে।
অনাহারে মৃত্যুর ঘটনাও রাজ্যে ঘটছে।মুখ্যমন্ত্রীর ব্যর্থতার জন্য দুর্নীতি বন্ধ হচ্ছে না।উল্টো দুর্নীতির টাকায় আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন বিজেপি সরকারের একাধিক মন্ত্রীরা। রাজ্যের পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে, বিধানসভা পর্যন্ত দুর্নীতির ইস্যুতে সরকার পক্ষকে চুপ করে বসে থাকতে হচ্ছে। আজ ঠিক এভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।
আজ বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর দপ্তরের জনৈক ওএসডির দুর্নীতি পর্যন্ত প্রকাশ্যে এসেছে।
শ্রীচৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী এই দুর্নীতিগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবেন না।উল্টো শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের এক ছায়াসঙ্গীর পথে বিধানসভায় দাঁড়িয়ে সওয়াল করছেন।রাজ্যে কোনও বিরোধী দল মেডিকেল কলেজের বিরোধিতা করছেন না।
তবে যে সংস্থা এই কলেজ পরিচালনায় এসেছে রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে ওই সংস্থার দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি করছে বিরোধী দল। তবে বিজেপি সরকার এতে নারাজ। ফলে এ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
জিতেন চৌধুরীর অভিযোগ, বিকাশ দেববর্মা কদিনের মন্ত্রী।তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগে পর্যন্ত রাজ্য সরকারের কাছে কোনও জবাব নেই।
জিতেন চৌধুরী বলেন,মন্ত্রী সুধাংশু দাস, অগণতান্ত্রিক, অসংবিধানিক পোস্ট সামাজিক মাধ্যমে করেছেন। পরোক্ষভাবে হলেও রাজ্যের মানুষর ক্ষতি মন্ত্রী করেছেন। যা বর্তমানে প্রমাণিত।এই কারণেই শুক্রবার সকালে মন্ত্রীর নির্দেশে বিজেপির সমাজদ্রোহিরা তার বাড়িতে হামলা করেছেন।মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলার দাবি জানান বিরোধী দলনেতা বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…