Categories: বিদেশ

দুর্লভ রোগে গ্রেট খালির চেয়েও লম্বা ‘ ওয়ার্ল্ড টলেস্ট ’ পঁচিশের তরুণী

এই খবর শেয়ার করুন (Share this news)

ইস্তামবুল নারী – পুরুষ নির্বিশেষে সকলেই দীর্ঘাঙ্গী হতে চান । পুরুষের সৌন্দর্যের শব্দবন্ধ যেমন ডার্ক টল – হ্যান্ডসম , তেমনই নারীদেরও সৌন্দর্যের প্রতিরূপ তার দীর্ঘ অঙ্গ । বিজ্ঞাপনে নারী মডেল মানেই লম্বাপানা চেহারা । একটু উচ্চতা পাওয়ার আশায় কত নারী – পুরুষ যে রিংয়ে ঝোলেন , বিভিন্ন রকম ডায়েট , ফুড সাপ্লিমেন্ট নেন তার ইয়ত্তা নেই । অন্যদিকে লম্বা না হওয়ার খর্বাকৃতির বহু মানুষকেও ঠাট্টা রসিকতার মুখে পড়তে হয় । অথচ এই তরুণীর কাছে নিজের দীর্ঘ উচ্চতাই সবচেয়ে বিড়ম্বনার কারণ । অতিরিক্ত লম্বার জন্যই রাস্তাঘাটে পঁচিশ বছরের এই তরুণী উপহাসের পাত্রী । এই তরুণীর দৈহিক উচ্চতা ভারতীয় কুস্তিগীর দলিপ সিং রানা ওরফে ‘ দ্য গ্রেট খালি ’ – র চেয়েও বেশি । এই মেয়েটিকে তার উচ্চতার কারণে অনেকবার উপহাসও করা হয়েছিল , কিন্তু আবার দীর্ঘ উচ্চতার কারণেই তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে । কেন এত লম্বা তিনি ? চিকিৎসকদের বক্তব্য , এই মেয়ে এক জটিল জিনগত রোগের শিকার । এই রোগের কোনও প্রতিষেধক ওষুধও নেই । ডাক্তাররা বলেছেন , এই মেয়ে হয়তো আগামী দিনে আরও লম্বা হবেন । পৃথিবীর সবচেয়ে লম্বা এই মহিলার নাম রুমেসা . গেলগি ( ছবি ) । বয়স ২৫। তিনি তুর্কির বাসিন্দা । তার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি । ভারতের পেশাদার কুস্তিগীর তথা হলিউড ছবির অভিনেতা গ্রেট খালির দৈহিক উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি । তার থেকেও রুমেসা ৬ ইঞ্চি বেশি লম্বা । উচ্চতার কারণেই রুমেসার দখলে তিনটি বিশ্ব রেকর্ড রয়েছে । কিশোরী বয়সে তিনি পৃথিবীর দীর্ঘতম কিশোরী ’ শিরোপা পেয়েছেন । দীর্ঘতম হাতের আঙুলের জন্য গড়েছেন ‘ দ্য ফিঙ্গার অফ লিভিং উওম্যান ’ খেতাপ । তার হাতের আঙুলের দৈর্ঘ্য ৪.৪ ইঞ্চি । এর পাশাপাশি গিনেস বুকে তৃতীয় বারের জন্য রুমেসা নিজের নাম তুলেছেন তার দীর্ঘতম পিঠের জন্য । তার পিঠের দৈর্ঘ্য ২৩.৫৮ ইঞ্চি । এহ বাহ্য । সবচেয়ে লম্বা হাতের পাঞ্জার রেকর্ডও রুমেসার দখলে । তার ডান হাতের পাঞ্জার দৈর্ঘ্য ৯.৮১ ইঞ্চি এবং বাম হাতের তালুর দৈর্ঘ্য ৯.৫৫ ইঞ্চি এবং হাতের পাঞ্জার দৈর্ঘ্য ৯.৮১ইঞ্চি। অতিরিক্ত উচ্চতার কারণে সাবলীল ভাবে হাঁটতে পারেন না রুমেসা । তিনি হাঁটার জন্য হুইলচেয়ার বা ওয়াকিং স্টিক ব্যবহার করেন । একাধিক সাক্ষাৎকারে রুমেসা বলেছেন , ‘ এমনিতে আমি হাঁটতে পারি । তবে খুব ধীরে ধীরে । তাই কখনও হুইলচেয়ার ব্যবহার করি , কখনও ওয়াকিং স্টিক । আর পাঁচটি মহিলার মতো রুমেসা দ্রুত খাবারও খেতে পারেন না । খান খুব ধীরে । রুমেসার কথায় , ‘ তাড়াতাড়ি খেতে গেলেই আমার গলায় খাবার আটকে যায় । ’ এর পাশাপাশি তার শ্বাস- প্রশ্বাসের সমস্যা আছে । বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও তার কষ্ট হয় । রুমেসা গেলগি সংবাদমাধ্যম ‘ দ্য মিরর ’ – কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন , ‘ লম্বা হওয়ার পরেও আমাকে অনেক উপহাস করা হয়েছিল , কিন্তু আমাকে নিয়ে করা ওই সব মন্তব্য দিনের শেষে আমাকে ভিতর থেকে থেকে আরও শক্তিশালী করেছে । এখন আমি যে কোনও নেতিবাচক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করতে পারি । ‘ জনগণকে সচেতন করতে গিয়ে তিনি বলেন , ‘ কারও যদি কোনও ব্যাধি থাকে , এবং তিনি অন্য মানুষের থেকে আলাদা হন , তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই । আমিও ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা ছিলাম । আমার উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল । তবে এখন আমি খুশি যে আমি এতগুলো বিশ্ব রেকর্ড করেছি এই উচ্চতার কারণেই । ‘ চিকিৎসকেরা বলেন , রুমেসা যে জিনগত উপসর্গে আক্রান্ত তার নাম ওয়েভার্স সিনড্রোম । ওয়েভার্স সিনড্রোম একটি রবিরল জেনেটিক অবস্থা যেখানে হাড় স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায় । এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত অনেক লম্বা হন এবং তাদের মুখের পেশিগুলিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে । যেমন চওড়া চোখ , লম্বা নাক , প্রশস্ত কপাল ইত্যাদি । অনেক ক্ষেত্রে এই ধরনের লোকেদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতাও হ্রাস পেতে পারে । যদিও এর কোনও প্রতিকার নেই , তবুও এই অবস্থার মানুষরা সুস্থ জীবনযাপন করতে পারেন । জিন পরিবর্তিত হলে এই ব্যাধি শরীরে বাসা বাঁধে । ওয়েভার্স সিন্ড্রোমের সঙ্গে জড়িত জিনের বৈজ্ঞানিক নাম ইজেডএইচ -২ । যখন ইজেডএইচ -২ জিনের মিউটেশন , হয় , তখন হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকের চেয়ে লম্বা হতে শুরু করে । এই জিনটি সারা শরীর জুড়ে অন্যান্য জিনকেও প্রভাবিত করে , যা অন্যান্য উপসর্গও সৃষ্টি করতে পারে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন!!

অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…

23 hours ago

হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…

23 hours ago

পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির!!

অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…

24 hours ago

প্রধানমন্ত্রীর হাতে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায়…

1 day ago

ড্রোন আতঙ্ক গঙ্গাসাগরে!!

অনলাইন প্রতিনিধি :-ফের আকাশে ড্রোনের আনাগোনা। কলকাতায় সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই…

1 day ago

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

2 days ago