Categories: বিদেশ

দুর্লভ রোগে গ্রেট খালির চেয়েও লম্বা ‘ ওয়ার্ল্ড টলেস্ট ’ পঁচিশের তরুণী

এই খবর শেয়ার করুন (Share this news)

ইস্তামবুল নারী – পুরুষ নির্বিশেষে সকলেই দীর্ঘাঙ্গী হতে চান । পুরুষের সৌন্দর্যের শব্দবন্ধ যেমন ডার্ক টল – হ্যান্ডসম , তেমনই নারীদেরও সৌন্দর্যের প্রতিরূপ তার দীর্ঘ অঙ্গ । বিজ্ঞাপনে নারী মডেল মানেই লম্বাপানা চেহারা । একটু উচ্চতা পাওয়ার আশায় কত নারী – পুরুষ যে রিংয়ে ঝোলেন , বিভিন্ন রকম ডায়েট , ফুড সাপ্লিমেন্ট নেন তার ইয়ত্তা নেই । অন্যদিকে লম্বা না হওয়ার খর্বাকৃতির বহু মানুষকেও ঠাট্টা রসিকতার মুখে পড়তে হয় । অথচ এই তরুণীর কাছে নিজের দীর্ঘ উচ্চতাই সবচেয়ে বিড়ম্বনার কারণ । অতিরিক্ত লম্বার জন্যই রাস্তাঘাটে পঁচিশ বছরের এই তরুণী উপহাসের পাত্রী । এই তরুণীর দৈহিক উচ্চতা ভারতীয় কুস্তিগীর দলিপ সিং রানা ওরফে ‘ দ্য গ্রেট খালি ’ – র চেয়েও বেশি । এই মেয়েটিকে তার উচ্চতার কারণে অনেকবার উপহাসও করা হয়েছিল , কিন্তু আবার দীর্ঘ উচ্চতার কারণেই তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে । কেন এত লম্বা তিনি ? চিকিৎসকদের বক্তব্য , এই মেয়ে এক জটিল জিনগত রোগের শিকার । এই রোগের কোনও প্রতিষেধক ওষুধও নেই । ডাক্তাররা বলেছেন , এই মেয়ে হয়তো আগামী দিনে আরও লম্বা হবেন । পৃথিবীর সবচেয়ে লম্বা এই মহিলার নাম রুমেসা . গেলগি ( ছবি ) । বয়স ২৫। তিনি তুর্কির বাসিন্দা । তার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি । ভারতের পেশাদার কুস্তিগীর তথা হলিউড ছবির অভিনেতা গ্রেট খালির দৈহিক উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি । তার থেকেও রুমেসা ৬ ইঞ্চি বেশি লম্বা । উচ্চতার কারণেই রুমেসার দখলে তিনটি বিশ্ব রেকর্ড রয়েছে । কিশোরী বয়সে তিনি পৃথিবীর দীর্ঘতম কিশোরী ’ শিরোপা পেয়েছেন । দীর্ঘতম হাতের আঙুলের জন্য গড়েছেন ‘ দ্য ফিঙ্গার অফ লিভিং উওম্যান ’ খেতাপ । তার হাতের আঙুলের দৈর্ঘ্য ৪.৪ ইঞ্চি । এর পাশাপাশি গিনেস বুকে তৃতীয় বারের জন্য রুমেসা নিজের নাম তুলেছেন তার দীর্ঘতম পিঠের জন্য । তার পিঠের দৈর্ঘ্য ২৩.৫৮ ইঞ্চি । এহ বাহ্য । সবচেয়ে লম্বা হাতের পাঞ্জার রেকর্ডও রুমেসার দখলে । তার ডান হাতের পাঞ্জার দৈর্ঘ্য ৯.৮১ ইঞ্চি এবং বাম হাতের তালুর দৈর্ঘ্য ৯.৫৫ ইঞ্চি এবং হাতের পাঞ্জার দৈর্ঘ্য ৯.৮১ইঞ্চি। অতিরিক্ত উচ্চতার কারণে সাবলীল ভাবে হাঁটতে পারেন না রুমেসা । তিনি হাঁটার জন্য হুইলচেয়ার বা ওয়াকিং স্টিক ব্যবহার করেন । একাধিক সাক্ষাৎকারে রুমেসা বলেছেন , ‘ এমনিতে আমি হাঁটতে পারি । তবে খুব ধীরে ধীরে । তাই কখনও হুইলচেয়ার ব্যবহার করি , কখনও ওয়াকিং স্টিক । আর পাঁচটি মহিলার মতো রুমেসা দ্রুত খাবারও খেতে পারেন না । খান খুব ধীরে । রুমেসার কথায় , ‘ তাড়াতাড়ি খেতে গেলেই আমার গলায় খাবার আটকে যায় । ’ এর পাশাপাশি তার শ্বাস- প্রশ্বাসের সমস্যা আছে । বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও তার কষ্ট হয় । রুমেসা গেলগি সংবাদমাধ্যম ‘ দ্য মিরর ’ – কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন , ‘ লম্বা হওয়ার পরেও আমাকে অনেক উপহাস করা হয়েছিল , কিন্তু আমাকে নিয়ে করা ওই সব মন্তব্য দিনের শেষে আমাকে ভিতর থেকে থেকে আরও শক্তিশালী করেছে । এখন আমি যে কোনও নেতিবাচক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করতে পারি । ‘ জনগণকে সচেতন করতে গিয়ে তিনি বলেন , ‘ কারও যদি কোনও ব্যাধি থাকে , এবং তিনি অন্য মানুষের থেকে আলাদা হন , তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই । আমিও ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা ছিলাম । আমার উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল । তবে এখন আমি খুশি যে আমি এতগুলো বিশ্ব রেকর্ড করেছি এই উচ্চতার কারণেই । ‘ চিকিৎসকেরা বলেন , রুমেসা যে জিনগত উপসর্গে আক্রান্ত তার নাম ওয়েভার্স সিনড্রোম । ওয়েভার্স সিনড্রোম একটি রবিরল জেনেটিক অবস্থা যেখানে হাড় স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায় । এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত অনেক লম্বা হন এবং তাদের মুখের পেশিগুলিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে । যেমন চওড়া চোখ , লম্বা নাক , প্রশস্ত কপাল ইত্যাদি । অনেক ক্ষেত্রে এই ধরনের লোকেদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতাও হ্রাস পেতে পারে । যদিও এর কোনও প্রতিকার নেই , তবুও এই অবস্থার মানুষরা সুস্থ জীবনযাপন করতে পারেন । জিন পরিবর্তিত হলে এই ব্যাধি শরীরে বাসা বাঁধে । ওয়েভার্স সিন্ড্রোমের সঙ্গে জড়িত জিনের বৈজ্ঞানিক নাম ইজেডএইচ -২ । যখন ইজেডএইচ -২ জিনের মিউটেশন , হয় , তখন হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকের চেয়ে লম্বা হতে শুরু করে । এই জিনটি সারা শরীর জুড়ে অন্যান্য জিনকেও প্রভাবিত করে , যা অন্যান্য উপসর্গও সৃষ্টি করতে পারে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

21 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

22 hours ago