অনলাইন প্রতিনিধি :-শাসকদল আশ্রিত দুষ্কৃতীর হাতে দৈনিক সংবাদের খোয়াই প্রতিনিধি আক্রান্ত এবং রক্তাক্ত হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের সাংবাদিক মহলেও। সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা বুধবার পত্রিকায় প্রকাশ হতেই সেই পুরনো কায়দায় শাসকদলের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। বিস্ময়কর ঘটনা হলো, দুষ্কৃতীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে,ঘটনার মীমাংসার প্রস্তাব নিয়ে খোয়াই মণ্ডল নেতৃত্ব সাংবাদিকের বাড়িতে হাজির হয়।খোয়াই মণ্ডল নেতৃত্ব আক্রান্ত সাংবাদিকের বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে
এই নিন্দনীয় ঘটনার রফাদফা করতে চায়।মণ্ডল নেতৃত্বের এহেন কার্যকলাপে জনমনেও বড় ধরনের প্রশ্ন উঠেছে।
দৈনিক সংবাদের সাংবাদিকের অপরাধ হচ্ছে তিনি খোয়াই মণ্ডল সভাপতির দুর্নীতির বিরুদ্ধে পত্রিকায় কোনও খবর করছেন না।দুষ্কৃতীর অভিযোগ,দুর্নীতির মাধ্যমে মণ্ডল সভাপতি কোটি কোটি টাকা কামাচ্ছেন।এটাই তার ক্ষোভের কারণ।অবাক করার ঘটনা হলো,ওই দুষ্কৃতীও শাসকদলের পাতি নেতা বলে পরিচিত।আগে খোয়াই বিধানসভার বাইশ নং বুথের সভাপতি ছিলেন। দুর্নীতির অভিযোগেই দল তাকে বুথ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে।এখন মণ্ডল সভাপতির দুর্নীতির বিরুদ্ধে কেন দৈনিক সংবাদের স্থানীয় সাংবাদিক খবর করছে না,সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন সাংবাদিককে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।
এদিকে,দৈনিক সংবাদের সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার খোয়াই মহকুমার সমস্ত সাংবাদিকরা থানার ওসির সাথে সাক্ষাৎ করে এবং জেলা স্তরের এক পুলিশ আধিকারিকের সঙ্গে মিলিত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানায়।
এই ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করে সাংবাদিকরা।তারা অভিযোগ তুলে বলেন,দুইজন পুলিশ অফিসার এবং এক ডজন নিরাপত্তা রক্ষী থাকার পরও পুলিশ কেন সেই রাতে অর্থাৎ ঘটনাস্থল থেকে দুষ্কৃতীকে গ্রেপ্তার করেনি?সাংবাদিকরা বলেন,এই ধরনের ঘটনা পুলিশের দুর্বলতাকে প্রকাশ করে। সাংবাদিককে রক্তাক্ত জখম করার পরও পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করে কীভাবে?শাসকদল আশ্রিত ওই দুষ্কৃতী দীর্ঘসময় ধরে পুলিশের সাথে তর্ক-বিতর্ক চালিয়ে যাওয়ার পরও এবং পুলিশকে হুমকি দেওয়ার পরও, দুই পুলিশ অফিসার দুষ্কৃতিকে গ্রেপ্তার না করে উল্টো পালিয়ে যেতে সহায়তা করেছে বলে সাংবাদিকরা অভিযোগ তুলেছে। সাংবাদিকরা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। অবিলম্বে দুষ্কৃতীকে গ্রেপ্তার না করলে সমস্ত সাংবাদিকরা আন্দোলনে নামবে বলে পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দেয় মহকুমার সাংবাদিকরা। সাংবাদিকরা আরও বলে, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে সুশাসন চলছে। অথচ এই সুশাসনে একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। উল্টো এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পর মীমাংসা এবং ধামাচাপা দেওয়ার আপ্রাণ প্রয়াস চলতে থাকে। কোনও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই ধরনের ঘটনা চলতে পারে না।
এদিকে,খোয়াইয়ে দৈনিক সংবাদের সাংবাদিক নিগ্রহের ঘটনায় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্ত দুষ্কৃতীকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বুধবার বিকালে খোয়াইয়ের এসডিপিও রঙ্গ দুলাল দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে পুরো ঘটনার বিবরণ দিয়ে দুষ্কৃতীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।এই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ ও সম্পাদক প্রসেনজিৎ দেব সহ অন্য সদস্যরা।এসডিপিও এই প্রতিনিধিদের জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। খোয়াই থানার ভারপ্রাপ্ত কার্যকারকের সাথে ওনার কথা হয়েছে। পুলিশ গুরুত্বের সাথেই দেখছে বিষয়টি। পুলিশ তদন্ত করছে। এদিকে বুধবার সকালে খোয়াই মহকুমার সমস্ত সাংবাদিকরা দৈনিক সংবাদের প্রতিনিধি আশিস চক্রবর্তীর বাড়িতে গিয়ে উনার সঙ্গে দেখা করেন এবং শারীরিক খোঁজখবর নেন।
অনলাইন প্রতিনিধি :-সোমবার থেকে ক্রিকেটের ছোট ফরম্যাটের টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে রাজ্য সিনিয়র দলের ব্যাট…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেকলেজ শিক্ষকদের গড়ে ২০ লক্ষ টাকা গায়েব করে দিল রাজ্য সরকার।উল্টো গত সাত…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের আভ্যন্তরীণ অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেও প্রতিরাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু চোরের দল খোয়াই…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরএক ভুঁইফোড় শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও প্রায় ৫ কোটি টাকার উপর বরাত দিল উপজাতি…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্র এবং রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী টিসিএস এবং নন-টিসিএস থেকে আইএএস পদে প্রমোশন…
অনলাইন প্রতিনিধি :-শিক্ষকঅভিজিৎ দে হত্যা মামলায় আটক চারজন অভিযুক্তই নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে।জয়ন্ত…