লোকসভা ভোট যখন চলছে দেশে,সেসময় দেশের সরকারী নিউজ চ্যানেল’ডিডি নিউজের লোগোয় গেরুয়াকরণ সম্পন্ন হয়েছে খুব সন্তর্পণে।এ নিয়ে এবার নতুন করে তর্কবিতর্ক শুরু হয়েছে।বিরোধীরা সরকারকে এই ইস্যুতে একেবারে ছেঁকে ধরেছে।বিরোধীদের মত হলো এবার একেবারে রাষ্ট্রীয় নিউজ চ্যানেল “ডিডি নিউজ” এর লোগোতেও গেরুয়াকরণ সম্পন্ন হলো।তাই বিরোধীদের মতে,এটা এখন আর প্রসার ভারতী নয়।হয়ে গেলো প্রচার ভারতী।এর আগে এই চ্যানেলের লোগো ছিল রুবি লাল রঙের এবার লোকসভা ভোট চলাকালীন তার রং গেরুয়াময় হয়ে যাবার পর বিরোধীরা সরকারের সমালোচনায় বেজায় মুখর হয়েছে।বিশেষ করে বিরোধীরা লোগোর রং পরিবর্তনের সময়কাল নিয়ে বেজায় আপত্তি জানিয়েছে।
সম্প্রতি ডিডি নিউজের তরফে তাদের সরকারী এক্স হ্যান্ডেলে এক বার্তা পোস্ট করে জানিয়ে দিয়েছে।তাদের লোগো নয়া অবতারে আসছে। সুতরাং ডিডি নিউজের নয়া সফরের জন্য তৈরি থাকুন’।
এর মধ্যেই ডিডি নিউজের লোগো নয়া অবতারে দেখা দেয়। এর পরেই এ নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা-সমালোচনা। প্রসার ভারতীর প্রাক্তন সিইও বর্তমানে তৃণমূল এমপি জহর সরকার কড়া সমালোচনা করে বলেছেন,ডিডি নিউজের গেরুয়াকরণ কী করে সম্পন্ন হল তা দেখলাম।সুতরাং এটা আর প্রসার ভারতী নয়, প্রচার ভারতী হয়ে গেল এখন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এর কড়া সমালোচনা করেছেন।
বিরোধীদের মতে, শুধু যে লোগোরই গেরুয়াকরণ হয়েছে তাই নয়, সরকারী প্রচার এখন পুরোপুরি গেরুয়াময়।সরকারের জন্য সরকারী প্রচারমাধ্যমেই নিরানব্বুই ভাগ সময়ই ব্যয় হয়।গণতন্ত্রে বিরোধীদের স্পেস মেলে।
মোদি আমলে নয়া পার্লামেন্ট বিল্ডিংও হয়েছে গেরুয়া রংয়ের।এর আগে পার্লামেন্ট বিল্ডিং’র রং ছিল মেরুণ।
যদিও সরকারী তরফে বলা হচ্ছে এটা গেরুয়া রং নয়, গাঢ় কমলা রং।
শুধু তাই নয়, দেশে জি-২০ সম্মেলনের সময়ও ডিডি ইন্ডিয়া চ্যানেলের গ্রাফিক্স থেকে শুরু করে ভিজুয়্যাল অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল।সে সময় থেকেই পরিকল্পনা চলছিল ডিডি নিউজের লোগোও পরিবর্তন করা হবে এবং শেষমেষ তা প্রকাশ্যে এল লোকসভা ভোট চলাকালীন।ডিডি ন্যাশনালেরও চ্যানেলের লোগোটি যে রয়েছে এর রঙ নীল এবং গেরুয়া।
যদিও প্রসার ভারতীর তরফে বলা হচ্ছে ডিডি নিউজের লোগোকে শুধু পরিবর্তন করা হয়নি।গোটা লুকের উন্নতিকরণ করা হয়েছে। স্টুডিওতে সেট, নয়া লাইটিং, বসার ব্যবস্থা এবং যন্ত্রপাতিতেও পরিবর্তন আনা হয়েছে।শুধু তাই নয়, গত মার্চ মাসে রামমন্দিরের উদ্বোধনের পর ডিডি’র তরফে জানানো হয় যে, প্রতিদিন রামলীলার সকালের প্রার্থনা তারা সরাসরি সম্প্রচার করবে।
তবে এবারকার নয়া সংযোজন লোকসভা ভোট চলাকালীন ডিডি নিউজের লোগোর গেরুয়াকরণ যা ভোটে নয়া ইস্যু তুলে দিলো বিরোধীদের হাতে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…