দূরদর্শনের গেরুয়াকরণ!

এই খবর শেয়ার করুন (Share this news)

লোকসভা ভোট যখন চলছে দেশে,সেসময় দেশের সরকারী নিউজ চ্যানেল’ডিডি নিউজের লোগোয় গেরুয়াকরণ সম্পন্ন হয়েছে খুব সন্তর্পণে।এ নিয়ে এবার নতুন করে তর্কবিতর্ক শুরু হয়েছে।বিরোধীরা সরকারকে এই ইস্যুতে একেবারে ছেঁকে ধরেছে।বিরোধীদের মত হলো এবার একেবারে রাষ্ট্রীয় নিউজ চ্যানেল “ডিডি নিউজ” এর লোগোতেও গেরুয়াকরণ সম্পন্ন হলো।তাই বিরোধীদের মতে,এটা এখন আর প্রসার ভারতী নয়।হয়ে গেলো প্রচার ভারতী।এর আগে এই চ্যানেলের লোগো ছিল রুবি লাল রঙের এবার লোকসভা ভোট চলাকালীন তার রং গেরুয়াময় হয়ে যাবার পর বিরোধীরা সরকারের সমালোচনায় বেজায় মুখর হয়েছে।বিশেষ করে বিরোধীরা লোগোর রং পরিবর্তনের সময়কাল নিয়ে বেজায় আপত্তি জানিয়েছে।
সম্প্রতি ডিডি নিউজের তরফে তাদের সরকারী এক্স হ্যান্ডেলে এক বার্তা পোস্ট করে জানিয়ে দিয়েছে।তাদের লোগো নয়া অবতারে আসছে। সুতরাং ডিডি নিউজের নয়া সফরের জন্য তৈরি থাকুন’।
এর মধ্যেই ডিডি নিউজের লোগো নয়া অবতারে দেখা দেয়। এর পরেই এ নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা-সমালোচনা। প্রসার ভারতীর প্রাক্তন সিইও বর্তমানে তৃণমূল এমপি জহর সরকার কড়া সমালোচনা করে বলেছেন,ডিডি নিউজের গেরুয়াকরণ কী করে সম্পন্ন হল তা দেখলাম।সুতরাং এটা আর প্রসার ভারতী নয়, প্রচার ভারতী হয়ে গেল এখন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এর কড়া সমালোচনা করেছেন।
বিরোধীদের মতে, শুধু যে লোগোরই গেরুয়াকরণ হয়েছে তাই নয়, সরকারী প্রচার এখন পুরোপুরি গেরুয়াময়।সরকারের জন্য সরকারী প্রচারমাধ্যমেই নিরানব্‌বুই ভাগ সময়ই ব্যয় হয়।গণতন্ত্রে বিরোধীদের স্পেস মেলে।
মোদি আমলে নয়া পার্লামেন্ট বিল্ডিংও হয়েছে গেরুয়া রংয়ের।এর আগে পার্লামেন্ট বিল্ডিং’র রং ছিল মেরুণ।
যদিও সরকারী তরফে বলা হচ্ছে এটা গেরুয়া রং নয়, গাঢ় কমলা রং।
শুধু তাই নয়, দেশে জি-২০ সম্মেলনের সময়ও ডিডি ইন্ডিয়া চ্যানেলের গ্রাফিক্স থেকে শুরু করে ভিজুয়্যাল অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল।সে সময় থেকেই পরিকল্পনা চলছিল ডিডি নিউজের লোগোও পরিবর্তন করা হবে এবং শেষমেষ তা প্রকাশ্যে এল লোকসভা ভোট চলাকালীন।ডিডি ন্যাশনালেরও চ্যানেলের লোগোটি যে রয়েছে এর রঙ নীল এবং গেরুয়া।
যদিও প্রসার ভারতীর তরফে বলা হচ্ছে ডিডি নিউজের লোগোকে শুধু পরিবর্তন করা হয়নি।গোটা লুকের উন্নতিকরণ করা হয়েছে। স্টুডিওতে সেট, নয়া লাইটিং, বসার ব্যবস্থা এবং যন্ত্রপাতিতেও পরিবর্তন আনা হয়েছে।শুধু তাই নয়, গত মার্চ মাসে রামমন্দিরের উদ্বোধনের পর ডিডি’র তরফে জানানো হয় যে, প্রতিদিন রামলীলার সকালের প্রার্থনা তারা সরাসরি সম্প্রচার করবে।
তবে এবারকার নয়া সংযোজন লোকসভা ভোট চলাকালীন ডিডি নিউজের লোগোর গেরুয়াকরণ যা ভোটে নয়া ইস্যু তুলে দিলো বিরোধীদের হাতে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

2 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

11 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

11 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

20 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

21 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

21 hours ago