দেওধর ট্রফি,পূর্বাঞ্চল দলে ত্রিপুরার একমাত্র মণিশঙ্করই।
অনলাইন প্রতিনিধি :- দলীপ ট্রফির পর দেওধর ট্রফিতেও পূর্বাঞ্চল দলে ত্রিপুরার একমাত্র প্রতিনিধি সেই মণিশঙ্কর মুড়াসিংই। আজ ঝাড়খণ্ডের রাঁচিতে দেওধর ট্রফির পূর্বাঞ্চল দল গঠনে এক বৈঠক হয়। তাতে ত্রিপুরা থেকে একমাত্র মণিশঙ্করই ১৫ জনের চূড়ান্ত দলে চান্স পায় ৷ অবশ্য ওপেনার বিক্রম কুমার দাস স্ট্যাণ্ডবাই হিসাবে রয়েছে। দেওধর ট্রফিতে আগামী ২৪ জুলাই পণ্ডিচেরীতে পূর্বাঞ্চল প্রথম ম্যাচটি খেলবে। ১৫ সদস্যক দলে অধিনায়ক ঝাড়খণ্ডের সৌরভ তিওয়ারি।
এদিকে, আজকের বৈঠকে ত্রিপুরার প্রতিনিধি টিসি এর যুগ্মসচিব জয়ন্ত দে ওপেনার হিসাবে বিক্রম কুমার দাস ও মিডল অর্ডার ও অলরাউণ্ডার হিসাবে দীপক ক্ষত্রিকে দলে ঢোকানোর চেষ্টা করলেও তারা কেউ দলে ঢুকতে পারেনি।তবে বিক্রম স্ট্যাণ্ডবাইয়ে রয়েছে। আসামের রিয়ান পরাগ না খেললে বিক্রম দলে ঢুকতে পারে। এদিকে, পূর্বাঞ্চল দলে ত্রিপুরার একজন থাকলেও বাংলা থেকে ছয় জন, ঝাড়খণ্ডের চারজন, আসামের তিনজন, ওড়িশার একজন দলে ঢোকে। ঘোষিত দল : সৌরভ তিওয়ারি (অধিনায়ক), উৎকর্ষ সিং, অভিমন্যু ঈশ্বরণ, (সহ-অধিনায়ক) রেশম দাস, শুভ্রাংশু সেনাপতি, বিরাট সিং, সুদীপ কুমার ঘরামী, কুমার কুমার্ঘ, অভিষেক পোড়েল, রিয়ান পরাগ, শাহবাজ আহমেদ, অভিনব চৌধুরী, মণিশঙ্কর মুড়াসিং, মুক্তার হুসেন ও আকাশ দীপ ।