দেখুন অবস্থা!! প্রকাশ্যে চুরি!!
অনলাইন প্রতিনিধি :-চোরের দল কতটা বেপরোয়া হলে, দিন দুপুরে একেবারে বুক ফুলিয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত করতে পারে!! এমনই এক দুঃসাহসিক চুরি কান্ড প্রকাশ্যে এলো শুক্রবার সকালে।
একেবারে মাল পরিবহনের বড় ট্রাক গাড়ি নিয়ে চুরি করতে আসে চোরের দল। তবে শেষ রক্ষা হয়নি। কথায় আছে, সাত দিন চোরের, একদিন গৃহস্থের। ডি ডাব্লিও এস দপ্তরের কাজের জন্য আনা জলের পাইপ চুরি করতে এসে হাতেনাতে আটক দুই চোর। পালিয়ে গেছে আরও চারজন। ঘটনা শুক্রবার আগরতলা মধ্য প্রতাপগড় রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। চোর ধরার পর খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ এসে গাড়িসহ দুই চোরকে থানায় নিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই জনমনে চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, এই ঘটনায় অনেকেই বিস্মিত!!