দেড় হাজার বোতল ফেন্সিডিল আটক!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,মোহনপুর।। গোপন খবরের ভিত্তিতে রবিবার দেড় হাজার বোতল ফেন্সিডিল সহ গাড়ি ও চালককে আটক করলো লেফুঙ্গা থানার পুলিশ। গাড়িটির নম্বর টিআর ০১ এজি ১৯০৪। ফেন্সিডিল বোঝাই গাড়িটি আগরতলা থেকে মোহনপুরের দিকে আসছিলো। কামালঘাটে ঢোকার পথেই পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। গাড়ির চালকের নাম সুজিত দেব,বাড়ি মোহনপুরের গোপাল নগর এলাকায়। আটক ফেন
সিডিল গুলির বাজার মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা।