Categories: দেশ

দেবতা’র আসনে ডাইনোসরের ডিম, চলছিল নিত্য পুজোও!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মাটি খুঁড়ে মিলেছিল গোলাকার পাথর।সেগুলিকে ‘কূল দেবতা’ ভেবে বছরের পর বছর পুজো করে আসছিলেন স্থানীয়রা।শেষে জানা গেল আসলে তা কোনও সাধারণ পাথর নয়,তা হল ডাইনোসরের ডিম।কোটি কোটি বছর পর ওই জীবাশ্ম আকারেই উদ্ধার হয়েছে সেই ডিম।এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে মধ্যপ্রদেশ থেকে।বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে।মধ্যপ্রদেশের ধর জেলার পাদালিয়া গ্রামে ভেস্তা মান্দালোই নামে এক বাসিন্দা মাটি খোঁড়ার সময় ডাইনোসরের ডিমের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন বলে জানা গিয়েছে।মাটি খুঁড়ে পাওয়া বস্তুটিকে ‘কাকার ভৈরব’ বলে বিশ্বাস করেই তারা এই পুজো করতে শুরু করেন।ভেস্তার বিশ্বাস ছিল, যে কুলদেবতা তার কৃষিজমি এবং পশুদের রক্ষা করবেন।এই অঞ্চলের আখড়া,জামান্যাপুরা এবং টাকারির বাসিন্দারাও একই ধরনের বলের মতো বস্তুর পুজো করেন।ধর ও আশপাশের জেলায় মাটি খোঁড়ার সময় এসব বস্তু খুঁজে পাওয়া গিয়েছিল।এদিকে, এগুলি খুঁজে পাওয়ার পরেই তার ওপর নজর যায় বিশেষজ্ঞদের।ঘটনার খবর পেয়ে লক্ষ্ণৌয়ের বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেসের বিশেষজ্ঞরা এবং মধ্যপ্রদেশের বন কর্মকর্তারা গ্রামে পৌঁছান। তারা গোলাকার ওই বস্তুর পরীক্ষা শুরু করেন।অবশেষে জানা যায়,সেগুলি হল ডাইনোসরের ডিম।পরীক্ষায় জানা গিয়েছে,ডাইসানোরের যে ডিম সেখানে পাওয়া গিয়েছে তা হল আসলে টাইটানো-স্টর্ক প্রজাতির ডাইনোসরের ডিম। সংগঠনটির পরিচালক এম জি ঠকরের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল একটি দল এলাকা পরিদর্শন করেছেন।জানা গিয়েছে,এই জীবাশ্মগুলি সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে।মধ্যপ্রদেশ ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের সিইও সমিতা রাজোরা,স্থানীয় প্রত্নতাত্ত্বিক বিশাল ভার্মা, জেলা বন কর্মকর্তা অশোক কুমার সোলাঙ্কি এবং অন্যান্যদের সহায়তায় একটি বিএসআইপি দল এলাকা পরিদর্শন করে।স্থানীয়দের জীবাশ্ম সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি ইউনেস্কো থেকে ধর জেলাকে জিওপার্ক হিসেবে মর্যাদা,যাতে পাওয়া যায় সেবিষয়ে আবেদন জানানো হবে।এম জি ঠকরে জানান, ‘আমরা সমস্ত জীবাশ্ম এবং ভূতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করি।’জানা গিয়েছে, স্থানীয়রা উদ্ধার হওয়া ডাইনোসরের ডিমে মুখের মতো ছবি তৈরি করে পুজোও শুরু করে দিয়েছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

11 mins ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

16 mins ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

5 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

14 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

14 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

22 hours ago