দেবভূমিতে গভীর খাদে বাস,, মৃত্য ২০!!
অনলাইন প্রতিনিধি :-সোমবার উত্তরাখণ্ডের গারওয়াল থেকে কুমায়ুন এর দিকে গন্তব্য ছিল বাসটির। বাসে তখন কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎই বেসামাল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ২০ জনের মৃত্য হয়। বাকিদের উদ্ধার করতে গভীর খাদে উদ্ধারকার্যে লিপ্ত রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌছানোর জন্য যুদ্ধকালীন পর্যায়ে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা ২০ সে বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া গেছে। বহু যাত্রী আহত।