অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে সারাদেশব্যাপী শুরু হচ্ছে ‘প্রি-খরিফ ক্যাম্পেইন বিকশিত কৃষি সংকল্প প্রচার অভিযান।এই বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চলবে ১২ জুন পর্যন্ত। সারা দেশের সাথে রাজ্যেও এই বিশেষ কর্মসূচি পালিত হবে। এই বিশেষ কর্মসূচিকে সফল করে তুলতে শনিবার আগরতলা এডি নগরস্থিত রাজ্য কৃষি গবেষণাগারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক।
বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে উপস্থিত ছিলেন এডিসির কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, আট জেলার জেলা পরিষদের সভাপতি, সহকারি সভাপতি, কৃষি দপ্তরের অধিকর্তা, উদ্যান দপ্তরের অধিকর্তা, এগ্রি-ফিশারি এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা, ফার্মাস ক্লাবের প্রতিনিধি, আইসিএআর-এর বিজ্ঞানী সহ কৃষি ও উদ্যান দপ্তরের সমস্ত আধিকারিক, জেলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা।
কৃষিমন্ত্রী জানিয়েছেন, ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সারা রাজ্যের ৮টি জেলায় ৮৬৪টি স্থানে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে।প্রতিদিন ৭২টি করে সভা হবে। আট জেলায় তিনটি করে কমিটি থাকবে।অর্থাৎ বিকশিত কৃষি সংকল্প অভিযানে কৃষি রথ রাজ্যের ১ লক্ষ ৭২ হাজার কৃষকের কাছে পৌঁছাবে। মন্ত্রী জানিয়েছেন,চেষ্টা করা হবে রাজ্যের সকল কৃষকের কাছে পৌঁছাতে।
মন্ত্রী জানান, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা কৃষিতে আত্মনির্ভর হতে পারি। দেশের সমস্ত জনগণকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা দিতে পারি। এর জন্য কি কি করা উচিত। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি কিভাবে এবং কি কি কাজ করবে।
কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কি কি করছে।কি কি এবং কি ধরনের এগ্রি টেকনোলজি আছে।এগুলোকে কিভাবে ব্যবহার করা যায় এবং যাবে।কেন্দ্র ও রাজ্যের কি কি প্রকল্প আছে। কিভাবে প্রকল্পের সুবিধা নেওয়া যাবে। বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে।কৃষকের চাহিদা, সুবিধা-অসুবিধাগুলি কি।কেমন মাটিতে কি ধরনের চাষ হওয়া উচিত।প্রাকৃতিক চাষ কিভাবে হবে। মাটিকে কিভাবে রোগমুক্ত করা যাবে। ইত্যাদি নানা বিষয়ে কৃষকদের সচেতনতা করা। এই কর্মসূচিতে কৃষি বিজ্ঞানীরা কৃষি গবেষণাগার থেকে বেড়িয়ে জমিতে যাবে। কৃষকদের কাছ থেকে জানবে তাদের চাহিদা কি। তাই কেন্দ্রীয় কৃষি মন্ত্রক খরিফ মরশুমকে নির্ধারিত করেছে। মরশুমের আগেই সারা দেশব্যাপী এই মেগা কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিকে রাজ্যেও সফলভাবে সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
অনলাইন প্রতিনিধি :-এক মুহূর্তেই রাষ্ট্রহীন—একই ঘটনা ঘটেছে হাজারো মানুষের সঙ্গে, যাদের মধ্যে অধিকাংশই নারী। ৮৪…
অনলাইন প্রতিনিধি :-আর জেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব খোদ নিজ বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ছয় বছরের…
অনলাইন প্রতিনিধি :-আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেলে হুমকি দিতেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়…
২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রথম…
অনলাইন প্রতিনিধি :-প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের দিল্লির বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায়…
অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে…