দেশলাই কাঠি দিয়ে দূর্গা প্রতিমা তৈরি!

 দেশলাই কাঠি দিয়ে দূর্গা প্রতিমা তৈরি!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দেশলাই কাঠি দিয়ে দূর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো রাজ্যের তরুণ উদীয়মান শিল্পী বিজয় দেবনাথ। রাজধানীর পূর্ব চানমারি এলাকার বাসিন্দা লক্ষ্মণ দেবনাথ ও জয়ন্ত দেবনাথের পুত্র বিজয়। তার শিল্প সৃষ্টির মূল উপকরণ হলো দেশলাই কাঠি। ইতিপূর্বেও বিজয়ের দেশলাই কাঠি দিয়ে তৈরি নানান চোখ ধাঁধানো কাজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি দৈনিক সংবাদের পর্দায়।

প্রতিনিয়তই দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলের নজর কাড়ছে বিজয়। এমনকি তার এই প্রতিভা জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসেও।

সম্প্রতি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৫০০০ দেশলাই কাঠি ব্যবহার করে প্রধানমন্ত্রীর ছবি তৈরি করেছিল সে যা নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও এর ব্যাতিক্রম হয়নি।

২৩৫ টি দেশলাই কাঠি ব্যবহার করে দূর্গা প্রতিমা বানিয়ে তাঁক লাগালো সে। এই দূর্গা প্রতিমা তৈরি করতে তার সময় লেগেছে দু’দিন। এর দৈর্ঘ্য ১৬ সেমি, প্রস্থ ৪.৬ সেমি ও উচ্চতা ১০ সেমি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.