Categories: বিদেশ

দেশে ফিরলেন রাজাপাক্সা

এই খবর শেয়ার করুন (Share this news)

গণবিক্ষোভের মুখে গত জুলাইয়ে দেশত্যাগ করে পালানো শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি দেশে গোতাবায়া রাজাপাক্সা দেশে ফিরেছেন । স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যাণ্ডে অবস্থানরত রাজাপাকসা সিঙ্গাপুর হয়ে শুক্রবার রাত বারোটার পর শ্রীলঙ্কায় ফেরেন । বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী ও রাজনীতিকেরা । শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন , ওই বিমানবন্দর হয়েই রাজাপাকসা দেশে প্রত্যাবর্তন করেন । তিনি যখন বিমানবন্দরে অবতরণ করেন তখন শ্রীলঙ্কার মন্ত্রী রাজনীতিকদের একটি দল তাকে ফুল দিয়ে স্বাগত জানান । কর্মকর্তা আরও বলেন , তিনি বিমান থেকে বের হওয়ার সময় তাকে ফুলের মালা দেওয়ার জন্য ক্ষমতাসীন রাজনীতিকদের ভিড় লেগে যায় । শ্রীলঙ্কার মিডিয়াও তার দেশে ফেরার খবর নিশ্চিত করেছে । স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী , সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তবে রাজাপাকসা দেশে ফেরেন । কলম্বোর কেন্দ্রস্থলে তার জন্য একটি বাড়ি ঠিক করে রেখেছে সরকার । বিমানবন্দর থেকে তাকে ওই বাড়িতে নাকি সামরিক কোনো স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন , প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে তাকে নিরাপত্তা দেওয়া হবে । এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন , গোতাবায়া রাজাপাকসার জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে নতুন একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে । চরম অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এ বছরের শুরু থেকে শ্রীলঙ্কায় বিক্ষোভ শুরু হয় । গত ৯ জুলাই শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারী বাসভবনে ঢুকে পড়েন । এর কিছুক্ষণ আগে সামারিক বাহিনীর সহযোগিতায় সেখান থেকে পালান গোতাবায়া রাজাপাকসা । এর কয়েকদিনের মাথায় তিনি দেশত্যাগ করেন । গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথম মালদ্বীপে যান গোতাবায়া রাজাপাকসা । পরদিন ১৪ জুলাই তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান । সিঙ্গাপুরে গিয়ে তিনি তার পদত্যাগপত্র দেশে পাঠিয়ে দেন । ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার । সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়াকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ‘ ভিজিট পাস ’ দেয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ । পরে তার ভিজিট পাসের মেয়াদ আর ১৪ দিন বাড়ানো হয় । ১১ আগষ্ট তার পাসের মেয়াদ শেষ হলে থাইল্যাণ্ডের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করেন তিনি । তখন থেকে থাইল্যাণ্ডেই ছিলেন গোতাবায়া রাজাপাকসা । গত রাতে তিনি বীরের মতো দেশে ফিরে মন্ত্রী ও রাজনীতিকদের কাছ থেকে পেলেন শুভেচ্ছা । তারা জনসাধারণের দ্বারা শেষ নির্বাচিত রাষ্ট্রপতি রাজাপাকসাকে স্বাগত জানাতে আগেই জমায়েত হয়েছিল বিমানবন্দরে । দুই মাস পূর্তির এক সপ্তাহ আগেই রাজাপাকসা ফিরলেন দেশে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

15 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

15 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

15 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

15 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago