Categories: বিদেশ

দেশে ফিরলেন রাজাপাক্সা

এই খবর শেয়ার করুন (Share this news)

গণবিক্ষোভের মুখে গত জুলাইয়ে দেশত্যাগ করে পালানো শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি দেশে গোতাবায়া রাজাপাক্সা দেশে ফিরেছেন । স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যাণ্ডে অবস্থানরত রাজাপাকসা সিঙ্গাপুর হয়ে শুক্রবার রাত বারোটার পর শ্রীলঙ্কায় ফেরেন । বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী ও রাজনীতিকেরা । শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন , ওই বিমানবন্দর হয়েই রাজাপাকসা দেশে প্রত্যাবর্তন করেন । তিনি যখন বিমানবন্দরে অবতরণ করেন তখন শ্রীলঙ্কার মন্ত্রী রাজনীতিকদের একটি দল তাকে ফুল দিয়ে স্বাগত জানান । কর্মকর্তা আরও বলেন , তিনি বিমান থেকে বের হওয়ার সময় তাকে ফুলের মালা দেওয়ার জন্য ক্ষমতাসীন রাজনীতিকদের ভিড় লেগে যায় । শ্রীলঙ্কার মিডিয়াও তার দেশে ফেরার খবর নিশ্চিত করেছে । স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী , সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তবে রাজাপাকসা দেশে ফেরেন । কলম্বোর কেন্দ্রস্থলে তার জন্য একটি বাড়ি ঠিক করে রেখেছে সরকার । বিমানবন্দর থেকে তাকে ওই বাড়িতে নাকি সামরিক কোনো স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন , প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে তাকে নিরাপত্তা দেওয়া হবে । এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন , গোতাবায়া রাজাপাকসার জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে নতুন একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে । চরম অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এ বছরের শুরু থেকে শ্রীলঙ্কায় বিক্ষোভ শুরু হয় । গত ৯ জুলাই শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারী বাসভবনে ঢুকে পড়েন । এর কিছুক্ষণ আগে সামারিক বাহিনীর সহযোগিতায় সেখান থেকে পালান গোতাবায়া রাজাপাকসা । এর কয়েকদিনের মাথায় তিনি দেশত্যাগ করেন । গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথম মালদ্বীপে যান গোতাবায়া রাজাপাকসা । পরদিন ১৪ জুলাই তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান । সিঙ্গাপুরে গিয়ে তিনি তার পদত্যাগপত্র দেশে পাঠিয়ে দেন । ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার । সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়াকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ‘ ভিজিট পাস ’ দেয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ । পরে তার ভিজিট পাসের মেয়াদ আর ১৪ দিন বাড়ানো হয় । ১১ আগষ্ট তার পাসের মেয়াদ শেষ হলে থাইল্যাণ্ডের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করেন তিনি । তখন থেকে থাইল্যাণ্ডেই ছিলেন গোতাবায়া রাজাপাকসা । গত রাতে তিনি বীরের মতো দেশে ফিরে মন্ত্রী ও রাজনীতিকদের কাছ থেকে পেলেন শুভেচ্ছা । তারা জনসাধারণের দ্বারা শেষ নির্বাচিত রাষ্ট্রপতি রাজাপাকসাকে স্বাগত জানাতে আগেই জমায়েত হয়েছিল বিমানবন্দরে । দুই মাস পূর্তির এক সপ্তাহ আগেই রাজাপাকসা ফিরলেন দেশে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

18 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

19 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 days ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

3 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

3 days ago