Categories: দেশ

দেড় যুগ ধরে নামী হাসপাতালে ডাক্তারের বেতন ৯ হাজার

এই খবর শেয়ার করুন (Share this news)

চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হওয়ার পর প্রথম কর্মজীবনে তিনি যখন প্রবেশ করেন, তখন মাসে বেতন ছিল ৯ হাজার টাকা। তার কর্মজীবন শুরু হয়েছিল সিএমসি ভেলোরে, ফ্যাকাল্টি সদস্য হিসাবে। নামী হাসপাতালের অন্যান্য ডাক্তারের কাজের ধরন এবং সাদামাঠা জীবনযাপন দেখে বুঝেছিলেন, এই পেশার মূল কথা মানবসেবা। টাকার আতিশয্য কিংবা বিলাসের, গল নয়, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই এই জীবনের একমাত্র লক্ষ্য। আরও বুঝেছিলেন, একজন ডাক্তারের জীবন হবে মিতব্যয়ী।এভাবে কেটে গেছে ১৬ বছর। আজও মাসে ৯ হাজার টাকা বেতনেই সংসার চালান স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুধীর কুমার। ডাক্তার কুমার বর্তমানে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের একজন নিউরোলজিস্ট (মেডিসিন)। সম্প্রতি টুইটারে তিনি নিজের জীবনের মূল্যবোধ ও আদর্শের কথা তুলে ধরেছেন। তার পোস্ট অচিরে ভাইরাল হয়েছে। টুইটারে ডাক্তার কুমার লিখছেন, ‘২০০৪ সালে নিউরোলজিতে ডিএম করার পর আমার বেতন ছিল মাসে ৯ হাজার টাকা। সিএমসি ভেলোরে যখন আমি অধ্যাপকদের দেখতাম, তখন বুঝতে শিখেছিলাম চিকিৎসকদের জীবন হতে হবে মিতব্যায়ী। যতটুকু না থাকলেই
নয়, ততটুকু নিয়েই তাদের বাঁচতে হবে।” ঘটনা হল, ডাক্তার কুমার নিজে থেকে নিজের ঢাক পেটাতে চাননি। টুইটারে একজনের মন্তব্যের উত্তর দিতে গিয়ে নিজের কথা বলেছেন তিনি। পেশায় চিকিৎসক ওই ব্যক্তি লিখেছিলেন, একজন তরুণ চিকিৎসক যিনি সদ্য প্র্যাকটিস শুরু করেছেন, তার পক্ষে সংসার সামলে সমাজসেবা করা খুবই কঠিন। সেই মন্তব্যের প্রত্যুত্তরেই নিজের সংগ্রামের কথা বলেন ডাক্তার কুমার। পরে অন্য একটি টুইটে তিনি লেখেন, “আমার কম বেতন নিয়ে মা মনকষ্টে ভুগতেন। কিন্তু ওই বেতনে আমি খুশি ছিলাম। আসলে মা ১২ বছর ধরে স্কুলে পড়ার সময় আমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছেন, তারপর আরও ১২ বছর এমবিবিএস, এমডি এবং ডিএম। আপনারা হয়তো একজন মায়ের ভালবাসা এবং যন্ত্রণা দুটোই বুঝতে পারছেন।’ ডাক্তার কুমার লিখেছেন, ‘১৭ বছর বয়সে ইন্টারভিউ দেওয়ার জন্য একা একা ট্রেনে করে বিহার থেকে ভেলোরে গিয়েছিলাম। বাবা-মার সেই আর্থিক সংগতি ছিল না যে, ছেলের সঙ্গে যাবেন। ৫ বছরে বাড়ির কেউ আমাকে দেখতে আসেননি। কলেজে ভর্তি হওয়ার পর পাঁচ বছর একা একাই সবকিছু সামলেছি।’ তিনি জানিয়েছেন, এমবিবিএস পড়ার সময় মাত্র দুই সেট জামা-কাপড় ছিল তার। সিনিয়রদের থেকে বইয়ের পুরোনো সংস্করণ ধার করে পড়াশোনা করতেন। কোনওদিন রেস্তোরাঁয় খাননি বা সিনেমা দেখতে যাননি। ধূমপান বা মদ্যপান ছিল তার কাছে বিলাসিতা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago