দেড় লাখ টাকায় বিক্রি হল একটি লেবু!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- একটা সাধারণ লেবুর দাম খুব বেশি হলে কত হতে পারে? আকারভেদে বড়জোর ২০ থেকে ৩০ টাকা। কিন্তু একটি লেবু যখন নিলামে প্রায় দেড় লক্ষ টাকায় (আদতে ১,৭৮০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে) বিক্রি হয়, তখন তাকে বিস্ময়কর বললেও হয়তো কম বলা হয়। এমনিতে তো আর লেবুটি দেড় লাখি হয়নি, নিশ্চয়ই বৈশিষ্ট্য আছে? তা আছে। এ লেবুর (ছবি) বয়স ২৮৫ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের আমলের লেবু এটি। ২৮৫ বছরের পুরোনো ওই লেবু উনিশ শতকের একটি পুরোনো আলমারির ড্রয়ারে পাওয়া গেছিল। সেটিকেই তোলা হয়েছিল নিলামে। ১৭৮০ মার্কিন ডলারে ওই লেবু বিক্রি করেছে ব্রিটেনের শর্পশায়ার শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামদাতা প্রতিষ্ঠান। নিলামদাতা সংস্থা ব্রিটেলস জানিয়েছে, শর্পশায়ারের এক ব্যক্তির কাছে উনবিংশ শতাব্দীর একটি আলমারি ছিল। আলমারিটি ছিল তার প্রয়াত কাকার। পুরোনো আলমারিটি নিলামে তোলার জন্য বিশেষজ্ঞ আলোকচিত্রী দিয়ে এর ছবি তুলছিলেন তিনি। সেই সময় ওই আলমারির ড্রয়ারে একটি শুকনো লেবু তারা দেখতে পান। প্রশ্ন উঠতেই পারে, লেবুটি যে ২৮৫ বছরের কিন্তু পুরোনো তা কী ভাবে জানা গেল? ব্রিটেলসের তরফে এক মুখপাত্র জানিয়েছেন, মান্ধাতা আমলের আলমারির দেরাজে যখন লেবুটি পাওয়া যায়, তখন সেটির গায়ে একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘লেবুটি ১৭৩৯ সালের ৪ নভেম্বর মিস্টার পি লু ফ্রানচিনির পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেওয়া হল।’ অর্থাৎ তারা হিসাব কষে দেখেন, লেবুটি অনেক দিন ধরেই আলমারির ওই ড্রয়ারে পড়ে আছে। এরপর পরিবারের পক্ষ থেকে পুরোনো ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।২৮৫ বছরের পুরোনো লেবুটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহও দেখা গেছে ব্যাপক। নিলামদাতা ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবাক করে নিলামে এটির দাম ওঠে ১ হাজার ৭৮০ মার্কিন ডলার। লেবুটি নিয়ে ক্রেতাদের মধ্যে এমন আগ্রহ তৈরি হলেও, যেখানে সেটি ছিল সেই আলমারি নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। ফলে সে আলমারির দাম ওঠে মাত্র ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩,৩১৬ টাকা)। ভারতে একটি নতুন আলমারি কিনতে হলেও এর চার গুণ টাকা খরচ করতে হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago