অনলাইন প্রতিনিধি :- একটা সাধারণ লেবুর দাম খুব বেশি হলে কত হতে পারে? আকারভেদে বড়জোর ২০ থেকে ৩০ টাকা। কিন্তু একটি লেবু যখন নিলামে প্রায় দেড় লক্ষ টাকায় (আদতে ১,৭৮০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে) বিক্রি হয়, তখন তাকে বিস্ময়কর বললেও হয়তো কম বলা হয়। এমনিতে তো আর লেবুটি দেড় লাখি হয়নি, নিশ্চয়ই বৈশিষ্ট্য আছে? তা আছে। এ লেবুর (ছবি) বয়স ২৮৫ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের আমলের লেবু এটি। ২৮৫ বছরের পুরোনো ওই লেবু উনিশ শতকের একটি পুরোনো আলমারির ড্রয়ারে পাওয়া গেছিল। সেটিকেই তোলা হয়েছিল নিলামে। ১৭৮০ মার্কিন ডলারে ওই লেবু বিক্রি করেছে ব্রিটেনের শর্পশায়ার শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামদাতা প্রতিষ্ঠান। নিলামদাতা সংস্থা ব্রিটেলস জানিয়েছে, শর্পশায়ারের এক ব্যক্তির কাছে উনবিংশ শতাব্দীর একটি আলমারি ছিল। আলমারিটি ছিল তার প্রয়াত কাকার। পুরোনো আলমারিটি নিলামে তোলার জন্য বিশেষজ্ঞ আলোকচিত্রী দিয়ে এর ছবি তুলছিলেন তিনি। সেই সময় ওই আলমারির ড্রয়ারে একটি শুকনো লেবু তারা দেখতে পান। প্রশ্ন উঠতেই পারে, লেবুটি যে ২৮৫ বছরের কিন্তু পুরোনো তা কী ভাবে জানা গেল? ব্রিটেলসের তরফে এক মুখপাত্র জানিয়েছেন, মান্ধাতা আমলের আলমারির দেরাজে যখন লেবুটি পাওয়া যায়, তখন সেটির গায়ে একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘লেবুটি ১৭৩৯ সালের ৪ নভেম্বর মিস্টার পি লু ফ্রানচিনির পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেওয়া হল।’ অর্থাৎ তারা হিসাব কষে দেখেন, লেবুটি অনেক দিন ধরেই আলমারির ওই ড্রয়ারে পড়ে আছে। এরপর পরিবারের পক্ষ থেকে পুরোনো ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।২৮৫ বছরের পুরোনো লেবুটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহও দেখা গেছে ব্যাপক। নিলামদাতা ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবাক করে নিলামে এটির দাম ওঠে ১ হাজার ৭৮০ মার্কিন ডলার। লেবুটি নিয়ে ক্রেতাদের মধ্যে এমন আগ্রহ তৈরি হলেও, যেখানে সেটি ছিল সেই আলমারি নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। ফলে সে আলমারির দাম ওঠে মাত্র ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩,৩১৬ টাকা)। ভারতে একটি নতুন আলমারি কিনতে হলেও এর চার গুণ টাকা খরচ করতে হয়।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…