Categories: বিদেশ

দৈত্যাকার হাঙরের মুখ থেকে ছেলেকে বাঁচালেন বাবা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাবার সঙ্গে বোটে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল ষোলো বছরের নাথান।কখন যেন আপন মনে নৌকা থেকে সে নিজের একটা পা ঝুলিয়ে দিয়েছিল জলের দিকে।আর তখনই বিপদ! দৈত্যাকার সাদা একটা হাঙর চলে আসে তার নৌকার সামনে। তা দেখে উৎসাহিত কিশোর মোবাইল বের করে হাঙরের ভিডিয়ো করতে শুরু করে। সেই অনবধানতায় সাদা হাঙর (গ্রেট হোয়াইট শার্ক) সপাটে কামড়ে ধরে কিশোরের পা। হাঙরের পেটে চলে যাওয়ারই কথা ছিল।ছেলেকে বাঁচাতে হাঙরের সঙ্গে অসম লড়াই শুরু করলেন বাবা। রীতিমতো ঝাপটাঝাপটি করে হাঙরের মুখ থেকে ছেলেকে বাঁচিয়ে আনলেন তিনি। তড়িঘড়ি সৈকতে উঠে এসে রক্তাক্ত ছেলেকে নিয়ে বাবা ছুটলেন সোজা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, নাথানের চিকিৎসা চলছে। তবে অবস্থা স্থিতিশীল।
ঘটনাস্থল দক্ষিণ অস্ট্রেলিয়া। স্থানীয় নিউজউইক সংবাদমাধ্যমে সবিস্তারে সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রবিরার ঘটলেও ঘটনার কথা প্রকাশ্যে আসে মঙ্গলবার। ওই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার সমুদ্রোপকূল থেকে দুই মাইল দূরে পুত্র নাথান নেসকে নিয়ে নৌকা করে মাছ ধরতে বেরিয়েছিলেন মাইকেল নেস। সেই সময় তাদের নৌকার অদূরে একটি সাদা হাঙর দেখতে পায় নাথান। কাছ থেকে বিশালাকার সেই প্রাণীকে দেখে অত্যুৎসাহী হয়ে পড়েছিল সে। মোবাইলে সেই হাঙরের ছবি এবং ভিডিয়ো করতে শুরু করে। তখনই হাঙরটি হামলা চালায়। নাথানের পা ধরে টেনে নিয়ে যায় হাঙরটি। এই দৃশ্য দেখে পুত্রকে বাঁচাতে জলে ঝাঁপ দেন বাবা। স্থানীয় সংবাদমাধ্যমে মাইকেল বলেন, ছেলেকে হাঙরে টেনে নিয়ে যাচ্ছে, চোখের নামনে এ দৃশ্য দেখে শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। মাথা কাজ করছিল না। তবে এক মুহূর্ত দেরি না করে জলে ঝাঁপ দিই। তার পর হাঙরের সঙ্গে অসম লড়াই শুরু করি। আমিও ছাড়বার বান্দা ছিলাম না। শেষ পর্যন্ত একেবারে যমের নখ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে আসি। মাইকেল দাবি করেন, নাথানের পা
হাঙরের চোয়ালের মাঝে আটকে ছিল।তিনি সোজা হাঙরের চোয়ালেই ঘুষির পর ঘুষি মারতে শুরু করেন।তার পরই হাঙরটি নাথানকে ছেড়ে দেয়।পুত্রকে বাঁচাতে বেশ কিছু ক্ষণ ওই ‘জলদানব’-এর সঙ্গে লড়াই চালিয়েছিলেন বলে দাবি মাইকেলের।
নাথানের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে নিজের নৌকায় নিয়ে আসেন মাইকেল। তার পর উদ্ধারকারীদের খবর দেন। নাথানকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সবজি খেতে পোকার আক্রমণ বাজারে মূল্য হ্রাস, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি :-বিভিন্নঅঞ্চলে সবজি চাষিদের ফসলে নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে। বামুটিয়া কৃষি মহকুমাধীন এলাকার…

3 hours ago

কমিউনিস্টদের ঘরে যুবদের শ্রীকোনও স্থান নেই: বিপ্লব।।

অনলাইন প্রতিনিধি :-চুলে পাকধরার আগ পর্যন্ত কোনও মূল্যই থাকে না কমিউনিস্টদের ঘরে।জাতীয় যুব দিবসের এক…

4 hours ago

চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে ১৫ থেকে!!

অনলাইন প্রতিনিধি :-নাট্যভূমির উদ্যোগে নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্য উৎসব আগামী ১৫ জানুয়ারী…

4 hours ago

মিডিয়ার স্বাধীনতা।।

গত বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে গৃহীত হয় গত বছরের মে মাসে ইউরোপীয় ই…

4 hours ago

ভাঙনের পথে।।

২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও সংখ্যা বাড়িয়ে,তিনশোর বেশি আসন নিয়ে বিজেপির ক্ষমতায় ফেরার পরে অনেক রাজনৈতিক…

1 day ago

জিবি, আইজিএমে ওষুধ সঙ্কটে রোগীরা চরম বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকার হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ব্যবস্থাপনায় রোগীর দুর্ভোগ কমাতে সচেষ্ট হয়েছে…

1 day ago