Categories: বিদেশ

দৈত্যাকার হাঙরের মুখ থেকে ছেলেকে বাঁচালেন বাবা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাবার সঙ্গে বোটে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল ষোলো বছরের নাথান।কখন যেন আপন মনে নৌকা থেকে সে নিজের একটা পা ঝুলিয়ে দিয়েছিল জলের দিকে।আর তখনই বিপদ! দৈত্যাকার সাদা একটা হাঙর চলে আসে তার নৌকার সামনে। তা দেখে উৎসাহিত কিশোর মোবাইল বের করে হাঙরের ভিডিয়ো করতে শুরু করে। সেই অনবধানতায় সাদা হাঙর (গ্রেট হোয়াইট শার্ক) সপাটে কামড়ে ধরে কিশোরের পা। হাঙরের পেটে চলে যাওয়ারই কথা ছিল।ছেলেকে বাঁচাতে হাঙরের সঙ্গে অসম লড়াই শুরু করলেন বাবা। রীতিমতো ঝাপটাঝাপটি করে হাঙরের মুখ থেকে ছেলেকে বাঁচিয়ে আনলেন তিনি। তড়িঘড়ি সৈকতে উঠে এসে রক্তাক্ত ছেলেকে নিয়ে বাবা ছুটলেন সোজা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, নাথানের চিকিৎসা চলছে। তবে অবস্থা স্থিতিশীল।
ঘটনাস্থল দক্ষিণ অস্ট্রেলিয়া। স্থানীয় নিউজউইক সংবাদমাধ্যমে সবিস্তারে সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রবিরার ঘটলেও ঘটনার কথা প্রকাশ্যে আসে মঙ্গলবার। ওই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার সমুদ্রোপকূল থেকে দুই মাইল দূরে পুত্র নাথান নেসকে নিয়ে নৌকা করে মাছ ধরতে বেরিয়েছিলেন মাইকেল নেস। সেই সময় তাদের নৌকার অদূরে একটি সাদা হাঙর দেখতে পায় নাথান। কাছ থেকে বিশালাকার সেই প্রাণীকে দেখে অত্যুৎসাহী হয়ে পড়েছিল সে। মোবাইলে সেই হাঙরের ছবি এবং ভিডিয়ো করতে শুরু করে। তখনই হাঙরটি হামলা চালায়। নাথানের পা ধরে টেনে নিয়ে যায় হাঙরটি। এই দৃশ্য দেখে পুত্রকে বাঁচাতে জলে ঝাঁপ দেন বাবা। স্থানীয় সংবাদমাধ্যমে মাইকেল বলেন, ছেলেকে হাঙরে টেনে নিয়ে যাচ্ছে, চোখের নামনে এ দৃশ্য দেখে শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। মাথা কাজ করছিল না। তবে এক মুহূর্ত দেরি না করে জলে ঝাঁপ দিই। তার পর হাঙরের সঙ্গে অসম লড়াই শুরু করি। আমিও ছাড়বার বান্দা ছিলাম না। শেষ পর্যন্ত একেবারে যমের নখ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে আসি। মাইকেল দাবি করেন, নাথানের পা
হাঙরের চোয়ালের মাঝে আটকে ছিল।তিনি সোজা হাঙরের চোয়ালেই ঘুষির পর ঘুষি মারতে শুরু করেন।তার পরই হাঙরটি নাথানকে ছেড়ে দেয়।পুত্রকে বাঁচাতে বেশ কিছু ক্ষণ ওই ‘জলদানব’-এর সঙ্গে লড়াই চালিয়েছিলেন বলে দাবি মাইকেলের।
নাথানের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে নিজের নৌকায় নিয়ে আসেন মাইকেল। তার পর উদ্ধারকারীদের খবর দেন। নাথানকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

1 hour ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

1 hour ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

10 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

11 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

11 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

19 hours ago