দৈনিক সংবাদের কৈলাসহর প্রতিনিধির প্রাণনাশের চেষ্টা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এবার
দৈনিক সংবাদের কৈলাসহর প্রতিনিধি অরিন্দম দে-র প্রাণনাশের চেষ্টা চালায় নিগো মাফিয়ারা।ঘটনা শনিবার রাতে কৈলাসহর পাইতুরবাজার পদ্মের পাড় এলাকায়।দৈনিক সংবাদের কৈলাসহর প্রতিনিধি পেশাগত দায়িত্ব পালন করে প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার পথে,বাড়ির পার্শ্ববর্তী স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুষ্কৃতী (নিগো মাফিয়া)সাংবাদিক অরিন্দম দেবকে গালিগালাজ শুরু করে।সাংবাদিক শ্রীদে বাইক থেকে নেমে বাড়ির গেট খুলে প্রবেশ করতে গেলে, দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করার চেষ্টা করে।সাংবাদিক নিজে প্রতিরোধ করলে এবং চিৎকার করাতে আশেপাশের লোকজন ছুটে আসে।এরপরই দুষ্কৃতীরা পালিয়ে যায়।এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সাংবাদিক শ্রীদে সাথে সাথেই পুলিশকে ঘটনাটি জানালে এসডিপিও জয়ন্ত কর্মকার এবং থানার ওসি সুকান্ত সেন চৌধুরী পুলিশ ও টিএসআর নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।কথা বলেন, সাংবাদিক শ্রীদে’র সাথে। এদিন রাতে সাংবাদিক শ্রীদে’র বাড়ি এলাকায়
টিএসআর মোতায়েন থাকে। আজ সাংবাদিক অরিন্দম দে কৈলাসহর থানায় বিস্তারিত উল্লেখ করে তিন অভিযুক্তের নাম ধাম দিয়ে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য,গত ১৩ সেপ্টেম্বর মন্ত্রী টিংকু রায়ের বাড়ির কুড়ি মিটারের মধ্যে গোপাল দাস নামে এক ঠিকাদারের বাড়িতে হামলা চালায় নিগো মাফিয়ারা।অভিযোগ, হামলাকারীরা শাসকদলের আশ্রিত। গোপাল বাবু এই ব্যাপারে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেন। এই খবরটি প্রথমে দৈনিক সংবাদ অনলাইনে সম্প্রচার এবং প্রকাশিত হয়। খবর প্রকাশের পরই সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর টেলিফোনে সাংবাদিককে হুমকি দেয়। এরপর চণ্ডীপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি বাবুল দেব সাংবাদিককে ফোন করে হুমকির সুরে শ্রীরামপুর যাওয়ার জন্য বলেন। কিন্তু প্রতিবেদক যায়নি। পরবর্তীকালে সাংবাদিক শ্রীদেব বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল করের সাথে যোগাযোগ করলে, তিনি জানান,বিষয়টি মন্ত্রী দেখছেন।
এদিকে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে,মন্ত্রীকে বদনাম করতেই বিমল কর বারবার মন্ত্রীর নামকে জড়িয়ে কথা বলেন।এরপরই শনিবার রাতে সাংবাদিক শ্রীদেবের প্রাণনাশের চেষ্টা করা হয়। কৈলাসহরে নিগো বাণিজ্য এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, স্বদলীয়রা একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাচ্ছে।কেউ কারও কথা শুনছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সাংবাদিকরা পর্যন্ত আক্রমণের শিকার হচ্ছেন। এখন দেখার শাসকদল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয়।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

5 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

6 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

6 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

7 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

7 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

7 hours ago