Categories: খেলাদেশ

দ্বিতীয় মিতালি পাবে না দেশ

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতীয় মহিলা ক্রিকেটে শচীন নামে খ্যাত মিতালি রাজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করলেন । মহিলা ক্রিকেটে ভারতের এই ৩৯ বছর বয়স্ক কিংবদন্তি ক্রিকেটার তার সুদীর্ঘ তেইশ বছরের ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন । ২৬ জুন ১৯৯৯ – এ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচ শতরান দিয়ে শুরু নিজের করেন মিতালি । আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেললেন ২৭ মার্চ ২০২২। শেষ ম্যাচেও তার হাফ সেঞ্চুরি ছিল । অনেক বিশ্বরেকর্ড ছিল তার তেইশ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে । তার চেয়ে বড় কথা , একজন মহিলা ক্রিকেটার হিসাবে দেশকে তেইশ বছর সার্ভিস দিয়ে গেছেন যা সত্যিই অবাক করার মতো । দু – দুবার হাঁটুর অস্ত্রোপচারের পরও দাপটের সাথেই ক্রিকেট খেলে গেছেন মিতালি ।

মিতালি রাজ দেশ বিদেশের সমস্ত মহিলা ক্রিকেটারদের অন্যতম অনুপ্রেরণার ছিলেন । টিম ইণ্ডিয়ার অধিনায়ক তথা স্টাইলিস ব্যাটার মিতালি রাজের হঠাৎ অবসর গ্রহণে রাজ্য মহিলা ক্রিকেটাররাও অবাক । তার মতো এমন দুর্দান্ত ব্যাটারের খেলা আর দেখতে পারবে না বলে ত্রিপুরার সিনিয়র ক্রিকেটারদের মুখে প্রচণ্ড আক্ষেপ ও আপশোশও শোনা যায় । মিতালি রাজের অবসর গ্রহণ প্রসঙ্গে রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অন্নপূর্ণা দাস বলেন , আমাদের কাছে মিতালি দিদি একজন আদর্শ ক্রিকেটার । শুধু একজন বড় ক্রিকেটারই নন , তিনি একজন বড় মনের মানুষও ছিলেন । আমার ক্রিকেট কেরিয়ারে অনেকবার তাকে দেখার , তার বিরুদ্ধে খেলার এবং তার দুর্দান্ত ব্যাটিং দেখার সৌভাগ্য হয়েছিল । আর তার খেলা দেখতে পারবো না ভেবে খুব খারাপও লাগছে । তবে যতদিন খেলেছেন সত্যিকারের একজন রাজার মতোই খেলেছেন । তার মতো এমন ক্লাস ব্যাটিং করতে আমি আর কাউকেই দেখিনি বলেও জানান অন্নপূর্ণা । বিসিসিআইর অধিনায়কদের বৈঠকে যখন দেখা হতো তখন আমাদের কিন্তু নানা পরামর্শ দিতেন যা আমার ক্রিকেট জীবনে ভীষণভাবে প্রভাব ফেলেছে ।

রিজু সাহাঃ মিতালিদি একজন সত্যিকারের গ্রেট ক্রিকেটার এবং বিশ্বের একজন গ্রেট ব্যাটারও । তাকে খুব মিস করবো । তার বিরুদ্ধে খেলার সুযোগ যদিও কোনওদিন হয়নি আমার তবে ভারতের এই কিংবদন্তি মহিলা ক্রিকেটার আমাদের প্রচণ্ড অনুপ্রেরণার ও আদর্শ ছিল । মৌচৈতি দেবনাথঃ কোনও কিছুর শুরু যেমন আছে তেমনি শেষও থাকবে । এটাই নিয়ম । মিতালি দিদির মতো ক্রিকেটার ভারতে আর দ্বিতীয় কেউ আসবে কি না তা আমার সন্দেহ আছে । তার বিরুদ্ধে খেলার সুযোগ আমার হয়েছিল । আর এই ভেবে খুব ভালো লাগছে । মিতালি রাজ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে , টানা তেইশ বছর কীভাবে দেশের হয়ে খেলা যায় । যা সত্যিই অবাক হওয়ার মতো । তবে বয়সটা যে একটা সংখ্যা মাত্র তার বড় উদাহরণ কিন্তু মিতালি রাজ । পায়ের গোড়ালির দুবার অস্ত্রোপচারের পর যে রকম অ্যাফোর্ট দিয়ে ক্রিকেটটা খেলে গেছেন তার তুলনা হয় না । মিতালিদির দ্বিতীয় ইনিংসের জন্য আগাম ফ অভিনন্দন রইলো । ঝুমকি দেবনাথঃ মিতালি রাজ শুধু আমারই নয় , অনেক মহিলা ক্রিকেটারেরও আদর্শ ক্রিকেটার । তাকে দেখেই ক্রিকেট খেলায় অনুপ্রাণিত হয় , উৎসাহ পায় । তার একদিনের টুর্নামেন্টে রেলওয়ের বিরুদ্ধে আমাদের ম্যাচ ছিল । ওই সময়ই মিতালি রাজকে সামনে থেকে দেখেছিলাম ।

এতো বড় ক্রিকেটার হয়েও জুনিয়রদের সঙ্গে অমায়িক ব্যবহার ছিল তার । এমন গ্রেট ক্রিকেটার কমই উঠে আসে । রুমা দাসঃ ধোনির খেলা যেমন ভালো লাগতো তেমনি মিতালি রাজেরও । ধোনি নামলে যেমন মনে হতো দল ম্যাচ জিতবে তেমনি মিতালি রাজ মাঠে এলেই মনে হতো , দল ম্যাচ জিতবে । ব্যাটিংয়ের এতো দুর্দান্ত নিখুঁত বেসিক আমি কম মহিলা ব্যাটারকেই দেখেছি । তার কভার ড্রাইভগুলি তো চোখে লেগে থাকার মতো ছিল । মামন রবিদাসঃ মিতালি রাজের বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি । তবে উনাতে বোর্ডের জাতীয় মহিলা ক্রিকেটে রেলওয়ের হয়ে আমাদের বিরুদ্ধে খেলতে এসেছিলেন । সে সময় সামনে থেকে দেখার সুযোগ হয়েছে আমার । সেদিন অনেক ছবি তুলেছিলাম দিদির সাথে । কাছে এসে ক্রিকেট নিয়ে অনেক টিপসও দিলেন । খারাপ লাগছে সামনে বা টিভিতে দিদির ম্যাচ দেখতে পাবো না ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

12 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

13 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

14 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

14 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

14 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

15 hours ago