অনলাইন প্রতিনিধি :-টিআরএলএম-এর উদ্যোগে দ্বিতীয় রাজ্যস্তরীয় শহুরী সমৃদ্ধি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার শিশু উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।এই উৎসবের অঙ্গ হিসেবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত এক মেলার আয়োজন করা হয়েছে উদ্যান প্রাঙ্গণে। যেখানে স্ব-সহায়ক গোষ্ঠী ও সরকারি বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী শ্রী সাহা।দেশবাসীর কল্যাণে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজ্য বাসীর উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন সেই দিশায়ই কাজ করে চলেছে রাজ্য সরকারও। সর্বোপরি তিনি এই শহুরি সমৃদ্ধি মেলার উত্তোরত্তর শ্রী বৃদ্ধি কামনা করেন।
এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা।
মূল অনুষ্ঠান শেষে উদ্যান প্রাঙ্গণে আয়োজিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…