Categories: দেশ

” দ্য উইক প্লাস ” এ শঙ্খশুভ্র

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ দেশের অন্যতম প্রথম সারির ম্যাগাজিন ‘’দ্য উইক প্লাস’’ উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি ক্রোড়পত্র করেছে তাদের জুলাই মাসের সংখ্যায় । ‘’ভিশনারি অব নর্থইস্ট ইন্ডিয়া’’ শীর্ষক এই ক্রোড়পত্রে স্থান পেয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিরা। এই সংকলনে স্থান পেয়েছেন টাইমস অব ইন্ডিয়ার স্টেলার আইকন খেতাব জয়ী উত্তরপূর্ব ভারতের অন্যতম কবি ও ঔপন্যাসিক শঙ্খশুভ্র দেববর্মণ সহ অনেকেই ।

এর আগে যদিও তাঁকে নিয়ে কভার স্টোরি হয়েছিল – কিন্তু এবার দ্য উইক প্লাস’ এর বিশেষ সংখ্যায় তাঁকে স্থান দেওয়ার বিষয় নিয়ে জানতে চাইলে শঙ্খশুভ্র বলেন, জাতীয় স্তরের এই ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় উত্তরপূর্বকে এতোটা গুরুত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেই হয়। আগে সর্ব ভারতীয় পত্রপত্রিকায় উত্তরপূর্বকে গুরুত্বই দেওয়া হতো না।

অনেকেরই তখন ধারণা ছিল উত্তরপূর্বাঞ্চল দেশের অন্যান্য অংশ থেকে একেবারেই আলাদা। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই উত্তরপূর্বই যে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে উজ্জ্বলতর করে তুলছে – দ্য উইক প্লাস’এর উদ্যোগ আসলে তারই স্বীকৃতি।

এ ছাড়াও এই বিশেষ ক্রোড়পত্রে রয়েছে ডঃ সঙ্গীতা ত্রিপাঠি, লালন কুমার, ডঃ সৌমেন ভারতীয়া, ডঃ কৃপেশরঞ্জন শর্মা, করিশ্মা কাকতি, ডঃ চন্দন নাগ চৌধুরী, ডঃ মইনু দেবী, চন্দ্রিমা শ্যাম প্রমুখ। এঁরা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এবং সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন নিজেদের কাজের মাধ্যমে। এই সব সফল ব্যক্তিদের নিয়েই ‘’দ্য উইক প্লাস’’ করেছে এই ক্রোড়পত্র । যা উত্তরপূর্ব ভারতের জন্য গর্বের বিষয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

12 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

18 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago