অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ জেলা নলেজ রিসোর্স সেন্টারটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রায় পাঁচ বছর আগে এই রিসোর্স সেন্টারটি নির্মাণ করা হলেও আজও চালু করা হয়নি। দ্বিতল ভবন বিশিষ্ট রিসোর্স সেন্টারটি গত পাঁচ বছর আগে নির্মাণ করার পরেও কেন উদ্বোধন করা হয়নি এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ঋষ্যমুখ ব্লক এলাকায় সাড়াসীমা গ্রাম পঞ্চায়েতের অধীন ত্রিপুরা বাজার পূর্ব সাড়াসীমা হাই স্কুল সংলগ্ন এই নলেজ রিসোর্স সেন্টারটি নির্মাণ করা হয়। বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তৎকালীন বাম জমানায় ত্রিপুরা বাজার পূর্ব সাড়াসীমা স্কুল সংলগ্ন দ্বিতল ঘর বিশিষ্ট এই অত্যাধুনিক মানের নলেজ রিসোর্স সেন্টারটি নির্মাণের কাজ শুরু হয়। বিএডিপি এবং রেগার অর্থে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয় করে এই সেন্টারটি নির্মাণ করা হয়। ২০১৬ সালে এই সেন্টারটি কাজ শুরু হলেও কাজ সমাপ্ত হয় ২০১৮ সালে। কিন্তু নির্মাণ করার পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই সেন্টারটি আজও উদ্বোধন করা যায়নি। উদ্বোধন না হওয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত নলেজ রিসোর্স সেন্টারটি বর্তমানে বনে জঙ্গলে পরিত্যক্ত হয়ে রয়েছে। এই নলেজ রিসোর্স সেন্টারটি নির্মাণ করার লক্ষ্য ছিল এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বাবলম্বনের রাস্তা তৈরি করা। এদিকে এলাকাবাসীদের দাবি উঠেছে এই নলেজ রিসোর্স সেন্টারটি চালু করে বেকারদের কর্মসংস্থানের পথকে সুগম করতে রাজ্য সরকার যেন কার্যকর পদক্ষেপ নেয়। কাগজে কলমে এই নলেজ রিসোর্স সেন্টারটি দায়িত্বে আছে দক্ষিণ জেলা প্রশাসন।কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক মানের নলেজ রিসোর্স সেন্টারটি নির্মাণ করা হলেও তা কারো কাজে লাগছে না। উল্লেখ্য, দক্ষিণ জেলা নলেজ রিসোর্স সেন্টারটিতে পৃথক পৃথকভাবে একশজন বেকার যুবক যুবতীদের থাকা খাওয়ার যেমন ব্যবস্থা রয়েছে তেমনি রয়েছে কনফারেন্স হল, ট্রেনিং হল, রান্নাঘর, ডাইনিং হল সহ আরও নানা পরিকাঠামো। এতো কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যাধুনিক মানের দ্বিতল নলেজ রিসোর্স সেন্টারটি কেন চালু করা হয়নি তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।এদিকে এই নলেজ রিসোর্স সেন্টার নামে বিল্ডিং ঘরে নলেজ রিসোর্স সেন্টারের পরিবর্তে অন্য কিছু আনা যায় কিনা চিন্তাভাবনা চলছে।একশটি এসআর কর্মী এখানে রাখার চিন্তাভাবনা চলছে। কিন্তু যে উদ্দেশ্যে বহু কোটি টাকা ব্যয়ে এই দালানঘর নির্মাণ করা হয়েছে তা চালু করার বিষয়ে কাউকেই ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যায়নি। সম্প্রতি ঋষ্যমুখ বিধানসভার সিপিএম বিধায়ক অশোক মিত্র সরেজমিনে পরিদর্শনে যান নলেজ রিসোর্স সেন্টারে। সবকিছু নির্মাণ করার পর গত পাঁচ বছর অতিক্রান্ত হবার পরও কেন উদ্বোধন হয়নি এবং নলেজ রিসোর্স সেন্টারের কাজ শুরু হয়নি এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। দ্রুত নলেজ রিসোর্স সেন্টারটি কাজ শুরু করার জন্য প্রশাসন ও রাজ্য সরকারের দৃষ্টিতে নেবেন বলে জানান ৷
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…