ধনখড়ের সঙ্গে বিতর্ক, ফের সাসপেন্ড টিএমসি সাংসদ!!

 ধনখড়ের সঙ্গে বিতর্ক, ফের সাসপেন্ড টিএমসি সাংসদ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। আবার উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে ঝগড়া-অশান্তির জেরে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বিতণ্ডায় জড়ান ডেরেক। তার জেরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে হট্টগোলের জেরে রাজ্যসভা থেকে আবার সাসপেন্ড করা হল তৃণমূলের ডেরেক ও’ব্রায়নকে। এর আগে, সংসদের বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল ডেরেককে। বৃহস্পতিবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরুর ১ ঘণ্টা পর ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে তাঁরা আলোচনার দাবি জানান। ২৮টি নোটিস নিয়ে সরব হন তাঁরা। ওই নোটিসগুলি অনুমোদন করেননি ধনখড়। তার পরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। বিরোধীদের এ হেন আচরণের নিন্দা প্রকাশ করেন ধনখড়। নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে জানান তিনি। এই সময়ই রাজ্যসভার চেয়ারম্যানের কুর্সির সামনে গিয়ে হাত ছোড়েন ডেরেক। তার পরেই ডেরককে রাজ্যসভার কক্ষ থেকে চলে যেতে নির্দেশ দেন ধনখড়। এই নিয়ে হট্টগোল বেধে যায় রাজ্যসভায়। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এদিন লোকসভার অধিবেশন কক্ষেও হট্টগোল বাধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব তলব করেছেন বিরোধীরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.