ধনতেরাস বা ধান ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি ত্রয়োদশী একটা সময় ভারতের বিভিন্ন প্রদেশে বিশেষ করে হিন্দি ভাষী অঞ্চলে প্রচলিত থাকলেও। আজকের দিনে উৎসবটি উৎসাহের সাথে শামিল হতে দেখা যায় রাজ্যের জনগণকেও। বৃহস্পতিবার রাজধানীর কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে তুলে ধরা হয় ধনং দেহি ধনতেরাসের শুদ্ধতার স্বর্ণ মন্দিরের স্পেশাল কিছু গহনার আকর্ষণীয় সম্ভার। যার মূল্য ক্রেতাদের কেনার সাধ্যের মধ্যেই থাকবে বলে জানানো হয়। তাছাড়াও থাকছে মুম্বাইয়ের নবাবী গহনার আকর্ষণীয় আয়োজন। থাকছে কোয়াম্বাটোর, মুম্বাই ও কলকাতার বিশেষ ধরনের চেইন, রিং, চুড়ি, কানের দুল, নেকলেস ও সমসাময়িক কালের আকর্ষণীয় ডিজাইনের সমারোহ, আরও আছে ইন্দো ইটালিয়ন হাল্কা ওজনের গহনা। তাছাড়াও জানানো হয় এবারের উৎসবে প্রত্যেক ক্রেতাসাধারণকে দেওয়া হবে আকর্ষণীয় নিশ্চিত উপহার। গহনা মজুরিতে ২০ ছাড়। ধনং দেহি ধনতেরাস চলবে ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মানে ১১ দিন। এই এগারোদিনে প্রতিদিন লাকি ড্র-এর মাধ্যমে নির্বাচিত হয়ে ৩জন ভাগ্যবান ক্রেতা পাবেন ১টি রেফ্রিজারেটর, ১টি ইলেকট্রিক ওভেন, ১টি মিকচার গ্রাইন্ডার। এছাড়াও পূর্ব ঘোষিত শারদীয় মিলন মেলা ও ধনতেরাসে মেগা ড্র’র মাধ্যমে ৫ জন সোনার মেয়েকে দেওয়া হবে ১টি করে স্কুটি। ধনংদেহি ধনতেরাস মানে হে দেবী ভূমি আমাদের ধনসম্পদ ও সৌভাগ্যের অধিকারী করে তোলে। সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে ধনতেরাসে লক্ষ্মীদেবী ও গণেশের আরাধনা করা হয়। সময়ের ডাকে সাড়া দিয়ে কালিকা জুয়েলার্স এই উৎসবে শামিল ক্রেতাসাধারণ ও শুভানুধ্যায়ীদের কিছু দিতে। এই দেওয়া-নেওয়ার মাধ্যমে সম্পর্কের নিবিড় করার লক্ষ্য নিয়ে। এ দিন ধনতেরাস ও আলোর উৎসব দীপাবলি দিনগুলি আনন্দমুখর হয়ে উঠার শুভ কামনা জানান কালিকা জুয়েলার্সের এক কর্ণধার মৃন্ময় চৌধুরী।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…