ধনপুর ও বক্সনগর কাণ্ডে লজ্জিত হলো ত্রিপুরা : জিতেন।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ধনপুর ও বক্সনগরের উপভোটের ফলাফলে আবারও প্রমাণিত হলো ছাপ্পা ভোট ও ভোট লুটের রাজত্ব ত্রিপুরায় চালিয়েছে বিজেপি।শুধু তাই নয়, নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত ফলাফলের মাধ্যমেও সিপিএমের পক্ষে করা ভোট লুটের অভিযোগকে মান্যতা দেওয়া হয়।রাজ্যে বিজেপি মন্ত্রিসভার প্রত্যক্ষ মদতে ভোটের নামে জবর দখল ও লুটপাট চলেছে।তাই এই জয় নিয়ে শাসক দল বিজেপি যতই লোক দেখানোর বিজয় উল্লাস নিয়ে ব্যস্ত থাক।তবে বিজেপি দলের মন্ত্রী নেতা কর্মীরা ভালো করেই জানেন এই ফলাফলে ধনপুর ও বক্সনগরের মানুষের কোনও সমর্থন নেই।এই কারণে ভোট লুট করে তারা জয়ী হলেও রাতের ঘুম নেই। শুক্রবার ঠিক এভাবেই ধনপুর ও বক্সনগরের উপভোট নিয়ে প্রতিক্রিয়া সাংবাদিকদের দিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষে তিনি জানান, রাজ্যের উপনির্বাচনে তো ইন্ডিয়া জোট হয়নি রাজ্যে শুধুমাত্র সিপিএম প্রার্থী দিয়েছিল। কিন্তু এরপরও হাস্যকরভাবে শাসক দল ইন্ডিয়া’ জোট নিয়ে মিথ্যাচারে ব্যস্ত। যা দেখে সারা দেশ সহ রাজ্যের মানুষ হাসছেন। শ্রী চৌধুরীর অভিযোগ, ধনপুর এবং বক্সনগরের উপভোটে সাধারণ মানুষ সহ উপজাতি জনসমাজ এবং সংখ্যালঘু মুসলিম অংশের ভোটাররা তো নিজের ভোট নিজেরা দিতে পারলেন না। কারণ বিজেপি মন্ত্রীদের প্রত্যক্ষ মদতে উপজাতি ও সংখ্যালঘু মানুষের ভোট দিলেন প্রকাশ্য দিবালোকে বিজেপির দুর্বৃত্তরা। এরপর বিজেপির প্রচার উপভোটে সংখ্যালঘু ও উপজাতিদের ভোট তাদের বাক্সে গিয়েছে!যা দেখে সাধারণ মানুষ, উপজাতি জনসমাজ এবং সংখ্যালঘু, জনসমাজ পর্যন্ত হাসছেন। যদি তারা ভোট দিতে পারতেন তবে বিজেপি দলের কি করুণ অবস্থা হতো। তা বিজেপি নেতারা ভালো করেই জানেন। এই কারণেই তো প্রশাসন, কমিশন, পুলিশকে গৃহবন্দি করে সমাজদ্রোহীদের মাধ্যমে মন্ত্রীদের উপস্থিতিতে ধনপুর ও বক্সনগরের ভোট লুট চলে। কোনও ভোটই হলো না, এরপরও কমিশন, কাগজে, কলমে বলে দিচ্ছে এতো শতাংশ ভোট হয়েছে। এসব করেই দেশের কাছে রাজ্যকে কালিমালিপ্ত করছে বিজেপি। শ্রী চৌধুরী বলেন, ধনপুর ও বক্সনগর কাণ্ডে লজ্জিত হলো ত্রিপুরা।২০১৮ সাল থেকেই, বিজেপির অপশাসনে, উপভোট, পঞ্চায়েত, পুর-নগর, সহ সব ভোটেই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিজেপি। ধনপুর ও বক্সনগর উপভোটেও ভোট লুট আবারও প্রত্যক্ষ করলেন রাজ্যবাসী। তাই এই লুটপাঠের ভোটের ফলাফল রাজ্যবাসী ও সিপিএমের কাছে কোনও গুরুত্ব নেই। শ্রী চৌধুরী আরও জানান, এক শ্রেণীর বিজেপি এজেন্ট উপজাতি নেতা এখন ফলাফল প্রকাশের পর অনেক কিছু বলছেন। বিশ্বাসঘাতকদের আগামীদিনে ছুড়ে ফেলে দিতে উপজাতি জনসমাজ প্রস্তুত হয়ে গিয়েছেন। সিপিএম পলিটব্যুরো এক বিবৃতিতে বলেছেন ত্রিপুরায় ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে কোনও ভোটই হয়নি। শুধুমাত্র ভোট লুট হয়েছে।এই অভিযোগ এনে দুই বিধানসভা কেন্দ্রে পুন:ভোটের দাবি করেছে সিপিএম পলিটব্যুরো।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

17 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

18 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago