ধনপুর ও বক্সনগর কাণ্ডে লজ্জিত হলো ত্রিপুরা : জিতেন।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ধনপুর ও বক্সনগরের উপভোটের ফলাফলে আবারও প্রমাণিত হলো ছাপ্পা ভোট ও ভোট লুটের রাজত্ব ত্রিপুরায় চালিয়েছে বিজেপি।শুধু তাই নয়, নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত ফলাফলের মাধ্যমেও সিপিএমের পক্ষে করা ভোট লুটের অভিযোগকে মান্যতা দেওয়া হয়।রাজ্যে বিজেপি মন্ত্রিসভার প্রত্যক্ষ মদতে ভোটের নামে জবর দখল ও লুটপাট চলেছে।তাই এই জয় নিয়ে শাসক দল বিজেপি যতই লোক দেখানোর বিজয় উল্লাস নিয়ে ব্যস্ত থাক।তবে বিজেপি দলের মন্ত্রী নেতা কর্মীরা ভালো করেই জানেন এই ফলাফলে ধনপুর ও বক্সনগরের মানুষের কোনও সমর্থন নেই।এই কারণে ভোট লুট করে তারা জয়ী হলেও রাতের ঘুম নেই। শুক্রবার ঠিক এভাবেই ধনপুর ও বক্সনগরের উপভোট নিয়ে প্রতিক্রিয়া সাংবাদিকদের দিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষে তিনি জানান, রাজ্যের উপনির্বাচনে তো ইন্ডিয়া জোট হয়নি রাজ্যে শুধুমাত্র সিপিএম প্রার্থী দিয়েছিল। কিন্তু এরপরও হাস্যকরভাবে শাসক দল ইন্ডিয়া’ জোট নিয়ে মিথ্যাচারে ব্যস্ত। যা দেখে সারা দেশ সহ রাজ্যের মানুষ হাসছেন। শ্রী চৌধুরীর অভিযোগ, ধনপুর এবং বক্সনগরের উপভোটে সাধারণ মানুষ সহ উপজাতি জনসমাজ এবং সংখ্যালঘু মুসলিম অংশের ভোটাররা তো নিজের ভোট নিজেরা দিতে পারলেন না। কারণ বিজেপি মন্ত্রীদের প্রত্যক্ষ মদতে উপজাতি ও সংখ্যালঘু মানুষের ভোট দিলেন প্রকাশ্য দিবালোকে বিজেপির দুর্বৃত্তরা। এরপর বিজেপির প্রচার উপভোটে সংখ্যালঘু ও উপজাতিদের ভোট তাদের বাক্সে গিয়েছে!যা দেখে সাধারণ মানুষ, উপজাতি জনসমাজ এবং সংখ্যালঘু, জনসমাজ পর্যন্ত হাসছেন। যদি তারা ভোট দিতে পারতেন তবে বিজেপি দলের কি করুণ অবস্থা হতো। তা বিজেপি নেতারা ভালো করেই জানেন। এই কারণেই তো প্রশাসন, কমিশন, পুলিশকে গৃহবন্দি করে সমাজদ্রোহীদের মাধ্যমে মন্ত্রীদের উপস্থিতিতে ধনপুর ও বক্সনগরের ভোট লুট চলে। কোনও ভোটই হলো না, এরপরও কমিশন, কাগজে, কলমে বলে দিচ্ছে এতো শতাংশ ভোট হয়েছে। এসব করেই দেশের কাছে রাজ্যকে কালিমালিপ্ত করছে বিজেপি। শ্রী চৌধুরী বলেন, ধনপুর ও বক্সনগর কাণ্ডে লজ্জিত হলো ত্রিপুরা।২০১৮ সাল থেকেই, বিজেপির অপশাসনে, উপভোট, পঞ্চায়েত, পুর-নগর, সহ সব ভোটেই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিজেপি। ধনপুর ও বক্সনগর উপভোটেও ভোট লুট আবারও প্রত্যক্ষ করলেন রাজ্যবাসী। তাই এই লুটপাঠের ভোটের ফলাফল রাজ্যবাসী ও সিপিএমের কাছে কোনও গুরুত্ব নেই। শ্রী চৌধুরী আরও জানান, এক শ্রেণীর বিজেপি এজেন্ট উপজাতি নেতা এখন ফলাফল প্রকাশের পর অনেক কিছু বলছেন। বিশ্বাসঘাতকদের আগামীদিনে ছুড়ে ফেলে দিতে উপজাতি জনসমাজ প্রস্তুত হয়ে গিয়েছেন। সিপিএম পলিটব্যুরো এক বিবৃতিতে বলেছেন ত্রিপুরায় ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে কোনও ভোটই হয়নি। শুধুমাত্র ভোট লুট হয়েছে।এই অভিযোগ এনে দুই বিধানসভা কেন্দ্রে পুন:ভোটের দাবি করেছে সিপিএম পলিটব্যুরো।

Dainik Digital

Recent Posts

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

1 hour ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

1 hour ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

1 hour ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

2 hours ago

দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কৈলাসহর বিমানবন্দর চালু করার দাবি উঠলো!!

অনলাইন প্রতিনিধি :-জনগণের দাবিবর্তমান পরিস্থিতিতে কৈলাসহর বিমানবন্দর চালু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে যেখানে ভারতের…

2 hours ago

নতুন করে চার মামলায় গ্রেপ্তার চিন্ময় প্রভু!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

2 hours ago