ধর্মনগরে বামেদের কালোদিবস!!
অনলাইন প্রতিনিধি :-সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে মঙ্গলবার সারা দেশের সাথে কালো দিবস পালন করা হলো ধর্মনগরে। এদিন কালো দিবসকে কেন্দ্র করে একটি বিক্ষোভ মিছিল ধর্মনগর স্থিত সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এই বিষয়ে সিপিআই(এম) উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত জানিয়েছেন, ২০২১ সালের ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যখন কৃষকরা সভা করছিলেন তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র সেই সভার উপর গাড়ি চালিয়ে ৪ জন কৃষক সহ একজন সাংবাদিককে হত্যা করে। তখন সারা ভারত থেকে দাবি উঠেছিল, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রীপদ থেকে অপসারণের।
কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। তিনি বলেন এই গোটা ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন অজয় মিশ্র। গত ২৫ আগস্ট দিল্লীতে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের জাতীয় কনভেনশনে সিদ্ধান্ত গৃহীত হয়, তিন অক্টোবর দিনটিকে কালো দিবস হিসাবে পালন করা হবে সারা দেশে।