ধর্মনগরে ভাঙলো সিপিএম,কংগ্রেস!!
অনলাইন প্রতিনিধি :-ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পীকার বিশ্ববন্ধু সেনের হাত ধরে সোমবার সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে কয়েকজন সংগঠক ও সমর্থক বিজেপি দলে সামিল হয়।তাদের বিজেপি দলে বরন করে নেন বিধায়ক শ্রী সেন সহ স্হানীয় বিজেপি নেতৃত্বরা।এই যোগদান সভাটি আয়োজন করা হয় ধর্মনগর সেন্ট্রাল রোডে নেতাজি মূর্তির পাদদেশে।যোগদান সভায় জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।