ধর্ষকের ২০ বছরের কারাদণ্ড

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। দশম শ্রেণীর ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত প্রণজিত দেবনাথ কে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। একইসাথে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার বিলোনিয়ার জেলা ও দায়রা জজ এই রায় দিয়েছেন।

ঘটনাটি ঘটে ২০১৯ সনের ১ নভেম্বর। এদিন শান্তির বাজার এলাকার বাসিন্দা দশম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়েছিলো। বেতাগার বাসিন্দা ২৭ বছরের যুবক প্রনজিত দেবনাথ তার আরো দুই বন্ধুসহ অলটো গাড়ি করে নাবালিকা ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

মেলাঘরে প্রনজিত দেবনাথের এক আত্মীয় বাড়িতে নিয়ে তোলে। এদিকে দশম শ্রেণীর ছাত্রীর পরিবার তাকে খুঁজে না পেয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত প্রনজিত দেবনাথ ওই নাবালিকা ছাত্রীকে মেলাঘরে নিয়ে গেছে। শান্তির বাজার থানা থেকে মেলাঘর থানার সাথে যোগাযোগ করা হয়। এদিনই মেলাঘর থানার পুলিশ অভিযুক্তের এক আত্মীয় বাড়ি থেকে তাকে এবং অপহৃত নাবালিকা সহ দুই বন্ধুকে আটক করে শান্তির বাজার থানার হাতে তুলে দেয়। পরের দিন নাবালিকার জবানবন্দি আদালতে নথিভুক্ত করা হয়। এই ঘটনার তদন্তকারী মহিলা পুলিশ অফিসার এস আই সীমা রায় মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ সহ দীর্ঘ শুনানির পর বুধবার এই মামলার রায় ঘোষণা করেন বিলোনিয়ার জেলা ও দায়রা বিচারক (স্পেশাল জজ) আশুতোষ পান্ডে। অভিযুক্ত প্রনজিত দেবনাথকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা, অনাদায়ে আরো এক মাসের জেল। এছাড়া ৪( দুই) পকসো অ্যাক্ট ২০১২ ধারা অনুসারে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। উভয় ধারার শাস্তি একসাথে চলবে। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত। দুই বন্ধুকে এই মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

17 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

23 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago