ধর্ষণ কাণ্ডে ঐতিহাসিক রায়!!
অনলাইন প্রতিনিধি :-ময়নাগুড়ির এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পকসো আদালত। শুক্রবার এই নির্দেশ দেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠি। সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন। অনাদায়ের আরও এক বছরের জেল।একইসঙ্গে বিচারক ওই নাবালিকা এবং তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। স্বভাবতই এই রায়ে খুশির আবহ নির্যাতিতার পরিবারে।”