ধলাই জেলা উপজাতি সংরক্ষিত বিধানসভা এই আসনের সংখ্যা অন্যান্য জেলাগুলি থেকে অপেক্ষাকৃত বেশি । এই জেলাতেই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের সাংসদ রেবতী ত্রিপুরার বাড়ি । গত কিছুদিন আগে সংগঠনিক রদবদলে সাংসদ ত্রিপুরাকে ধলাই জেলা প্রভারী করা হয়েছে । মূলত সংগঠন বিস্তারের লক্ষ্য নিয়েই রদবদল ঘটানো হয়েছে । সাংগঠনিক রদবদলের পর ধলাই জেলায় শক্তি বৃদ্ধি করার জন্য শাসকদল ভারতীয় জনতা পার্টি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে । তারই অঙ্গ হিসাবে ধলাই জেলা হেডকোয়ার্টার আমবাসায় সাংসদ রেবতী ত্রিপুরার পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে ধলাই জেলার উপজাতি বিধায়ক সুরমা পরিমল দেববর্মা এবং বিধায়ক শম্ভুলাল চাকমা সহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন । ধলাই জেলায় সংগঠন বিস্তার ছাড়াও সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য রোডম্যাপ তৈরি করা হয় ।
ধলাই জেলায় সংগঠন বিস্তারের পরিকল্পনার অঙ্গ গত কিছুদিন আগে আমবাসা পিআরটিসি হলে জনজাতিদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাগমা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী রামপদ জমাতিয়া , আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ধলাই জেলা সভাপতি পরিমল দেববর্মা এবং প্রদেশ বিজেপির সহসভাপতি পাতাল কন্যা দেববর্মা ।প্রধান বক্তা পাতালকন্যা দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বিভিন্নভাবে তিপ্রা মথা দলকে আক্রমণ করেন । তিনি বলেন জনজাতিদের উন্নতি করতে পারে একমাত্র বিজেপি দল । তিনি জনজাতিদের উন্নতি কল্পে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন । বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিধায়ক পরিমল দেববর্মাও বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি পরিচালিত জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের জনজাতি এলাকায় প্রকৃতভাবে উন্নয়ন শুরু হয়েছে । বিজেপি নেতৃবৃন্দ জনজাতি এলাকায় সংগঠনকে শক্তিশালী করার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার জন্য আবেদন করেন । এদিকে জানা গেছে তিপ্রামথা দলে ভাঙন ধরিয়ে জনজাতির গেরুয়া শিবিরের দিকে আনার জন্য বিজেপি দল সর্বশক্তি নিয়োগ করেছে ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…