ধলাই জেলা উপজাতি সংরক্ষিত বিধানসভা এই আসনের সংখ্যা অন্যান্য জেলাগুলি থেকে অপেক্ষাকৃত বেশি । এই জেলাতেই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের সাংসদ রেবতী ত্রিপুরার বাড়ি । গত কিছুদিন আগে সংগঠনিক রদবদলে সাংসদ ত্রিপুরাকে ধলাই জেলা প্রভারী করা হয়েছে । মূলত সংগঠন বিস্তারের লক্ষ্য নিয়েই রদবদল ঘটানো হয়েছে । সাংগঠনিক রদবদলের পর ধলাই জেলায় শক্তি বৃদ্ধি করার জন্য শাসকদল ভারতীয় জনতা পার্টি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে । তারই অঙ্গ হিসাবে ধলাই জেলা হেডকোয়ার্টার আমবাসায় সাংসদ রেবতী ত্রিপুরার পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে ধলাই জেলার উপজাতি বিধায়ক সুরমা পরিমল দেববর্মা এবং বিধায়ক শম্ভুলাল চাকমা সহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন । ধলাই জেলায় সংগঠন বিস্তার ছাড়াও সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য রোডম্যাপ তৈরি করা হয় ।
ধলাই জেলায় সংগঠন বিস্তারের পরিকল্পনার অঙ্গ গত কিছুদিন আগে আমবাসা পিআরটিসি হলে জনজাতিদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাগমা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী রামপদ জমাতিয়া , আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ধলাই জেলা সভাপতি পরিমল দেববর্মা এবং প্রদেশ বিজেপির সহসভাপতি পাতাল কন্যা দেববর্মা ।প্রধান বক্তা পাতালকন্যা দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বিভিন্নভাবে তিপ্রা মথা দলকে আক্রমণ করেন । তিনি বলেন জনজাতিদের উন্নতি করতে পারে একমাত্র বিজেপি দল । তিনি জনজাতিদের উন্নতি কল্পে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন । বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিধায়ক পরিমল দেববর্মাও বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি পরিচালিত জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের জনজাতি এলাকায় প্রকৃতভাবে উন্নয়ন শুরু হয়েছে । বিজেপি নেতৃবৃন্দ জনজাতি এলাকায় সংগঠনকে শক্তিশালী করার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার জন্য আবেদন করেন । এদিকে জানা গেছে তিপ্রামথা দলে ভাঙন ধরিয়ে জনজাতির গেরুয়া শিবিরের দিকে আনার জন্য বিজেপি দল সর্বশক্তি নিয়োগ করেছে ।
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…
অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…