ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!
ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ থেকে উদ্ধার হল আরো একটি মৃতদেহ।জানা গিয়েছে, খননকারী যন্ত্র দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে খোঁড়ার সময়ই ভেসে ওঠে ওই মৃতদেহটি।যা আপাতত টানেলের বাইরে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।