ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

 ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা ৷ সোমবারও জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। নাশরি ও বানিহাল অঞ্চলের মধ্যে একাধিক জায়গায় পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ১৯ এবং ২০ এপ্রিল মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হয়। ফলে রামবান জেলা আকস্মিক বান ও ভূমিধসের কবলে পড়ে ৷ তিনজনের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকটি বাড়ি, দোকান এবং রাস্তাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।পর্যটকদের জন্য প্রশাসনের তরফে বেশকিছু আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ৷ ২৫০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কটি পুনরুদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷ কাশ্মীরকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করে এই জাতীয় সড়ক ৷ সেখানে এখনো কয়েক’শো যানবাহন আটকে পড়েছে।পর্যটকদের জন্য প্রশাসনের তরফে বেশকিছু আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ৷

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.