ধান উৎপাদনে নয়া প্রযুক্তি শুরু হচ্ছে ফাইন রাইস চাষ

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্যে কৃষি ক্ষেত্রে বিশেষ করে ধান উৎপাদনে এবার আরও একটি নতুন পদ্ধতি এবং নতুন উন্নতমানের বীজ ব্যবহার করতে যাচ্ছে কৃষি দপ্তর। যার নাম হচ্ছে ‘ফাইন রাইস’। রাজ্যের কৃষি গবেষণাগারেই এই উন্নতমানের ধান বীজ উৎপাদন করা হয়েছে। এই বীজের সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ফলাফল এক কথায় অভূতপূর্ব। ফলে কৃষিবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী রাজ্য কৃষি দপ্তর ও
বছর থেকে ‘ফাইন রাইস’ চাষ শুরু করতে যাচ্ছে। রাজ্য কৃষি দপ্তর সূত্রে খবর, বীজ উৎপাদনে রাজ্য এখন স্বয়ংসম্পূর্ণ। এখন আর কোনও বীজ বাইরে থেকে আমদানি করতে হয় না।এই বিষয়ে রাজ্য কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথকে জিজ্ঞাসা করা হলে তিনি আরও তথ্য দিয়ে বলেন, আমাদের রাজ্যে মোট কৃষিজমির পরিমাণ হচ্ছে ২ লক্ষ ৫৫ হাজার হেক্টর। ইচ্ছে থাকলেও আর কৃষিজমির পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হবে না। কেননা, এর বাইরে আর কোনও কৃষি উপযুক্ত জমি নেই। ফলে এই জমির উপর ভিত্তি করেই আমাদের ফসল উৎপাদন বাড়াতে হবে। কীভাবে উৎপাদন বাড়ানো যায়, তার জন্য নিরন্তর প্রয়াস ও গবেষণা চলছে। সেই দিকে লক্ষ্য রেখেই দপ্তর এই বছর থেকে নতুন উৎপাদিত বীজ ‘ফাইন রাইস’ চাষ শুরু করতে যাচ্ছে।মন্ত্রী বলেন, আমাদের রাজ্যের যে আয়তন তার মধ্যে মাত্র ২৪ শতাংশ হচ্ছে কৃষিজমি। এই জমির উপরই নির্ভর করে ধান উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যার সাফল্যও পাওয়া যাচ্ছে।


বর্তমানে ত্রিপুরায় কৃষি জমির পরিমাণ কম হওয়া সত্ত্বেও প্রতি হেক্টর জমিতে ধান উৎপাদনে দেশের মধ্যে পঞ্চম স্থানে আছে। রাজ্যে বর্তমানে প্রতি হেক্টর জমিতে ৩০৪৪ কেজি যান উৎপাদন হয়। জাতীয় উৎপাদনের চাইতে অনেকটা এগিয়ে আছে ত্রিপুরা। জাতীয় গড় উৎপাদন প্রতি হেক্টরে ২৭১৩ কেজি। প্রতি হেক্টর জমিতে ধান উৎপাদনে দেশে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব। প্রতি হেক্টরে উৎপাদন ৪৩৬৬ কেজি। দ্বিতীয় তামিলনাড়ু, প্রতি হেক্টরে উৎপাদন ৩৫৭৪ কেজি। তৃতীয় অন্ধ্রপ্রদেশ, প্রতি হেক্টরে উৎপাদন ৩৩৯৫ কেজি। চতুর্থ স্থানে তেলেঙ্গানা, প্রতি হেক্টরে উৎপাদন ৩৩২৭ কেজি। কৃষিজমির পরিমাণ বেশি থাকা সত্ত্বেও প্রতি হেক্টরে ধান উৎপাদনে ত্রিপুরা থেকে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ (২৯৮৪ কেজি), আসাম (২২২৪ কেজি), উত্তরপ্রদেশ (২৭৫৯ কেজি), ওড়িশা (২১৭৩ কেজি), ছত্তিশগড় (১৮৮৯ কেজি), বিহার (২২৭৬ কেজি)।মন্ত্রী জানান, শুধু নতুন পদ্ধতি গ্রহণই নয়, অর্গানিক ফার্মিংয়ের উপরেও জোর দেওয়া হয়েছে। ২০১৫-১৬ সালে রাজ্যে মাত্র ২০০০ হেক্টর জমিতে অর্গানিক ফার্মিং করা হতো। গত পাঁচ বছরে বৃদ্ধি করে ২১ হাজার হেক্টর করা হয়েছে। শুধু তাই নয়, কৃষিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। গুরুত্ব দেওয়া হয়েছে ফসল বিমা যোজনায়। যাতে কৃষকরা কোনও অবস্থাতেই ক্ষতিএত না হয়। পাঁচ বছর পূর্বে মাত্র ২৩ হাজার কৃষক ফসল বিমা যোজনায় অন্তর্ভুক্ত ছিলো। গত তিন বছরে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ লক্ষ ৮ হাজার ৬৮ জন। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে, আগে কৃষকের প্রতি কানিতে বিমার প্রিমিয়াম দিতে হতো ২২০ টাকা। এখন দিতে হয় মাত্র ১০ টাকা। বাকি ২১০ টাকা রাজ্য সরকার বহন করে।এখন পর্যন্ত বিমা যোজনায় ৬ কোটি ৯ লক্ষ টাকা বেনিফিট দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রাইমারি সেক্টরই হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। তাই গ্রাম গরিব কৃষক – এই তিন সেক্টরে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago