ধুকছে সবকা সাথ-সবকা বিকাশের শ্লোগান!!

 ধুকছে সবকা সাথ-সবকা বিকাশের শ্লোগান!!
এই খবর শেয়ার করুন (Share this news)

বর্তমান সরকারের সবকা সাথ সবকা বিকাশের শ্লোগান-ই হ‌উক, অথবা এডিসি প্রশাসনের জনজাতি উন্নয়নের গাল ভরা গল্পই হ‌উক, সব‌-ই যেন বাস্তবিক অর্থে অশ্ব ডিম্ব প্রসব করে চলেছে। একটু প্রত্যন্ত এলাকার দিকে দৃষ্টি দিলেই এই বিষয়গুলো জলের মত পরিষ্কার হয়ে যায়।
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুংগিয়াকামী আরডি ব্লকের লক্ষ্মীপুর এডিসি ভিলেজের জনজাতি অধ্যুষিত গ্রাম বাঁদরাই পাড়া।
আধুনিক সমাজের প্রায় সব প্রকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কোনও সুবিধাই আজ পর্যন্ত গ্রামে প্রবেশ করেনি।


গোটা এলাকার মানুষ আর্থসামাজিক নানা সমস্যার মধ্য দিন কাটাচ্ছেন।সরকার যতই দাবি করুক সবার কাছে ঘরের সুবিধা পৌঁছে দেওয়া গেছে, সার্বিকভাবে সবার বিকাশে কাজ চলছে। এই বাদরাই পাড়া জনজাতি গ্রামটি যেন সরকারের যাবতীয় দাবীকে পরিহাস করছে। সেই সাথে বাস্তবটাও দেখিয়ে দিচ্ছে।
গ্রামের অনেকেই খোলাখুলি জানালেন, তাদের জবকার্ড নেই। রেশনিং সুবিধা থেকে বঞ্চিত। ফলে সরকারি ঘর তাদের ভাগ্যে জোটেনি। জঙ্গলই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। প্রশাসনিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে। অথচ সরকার সবকা সাথ – সবকা বিকাশের কথা ঢাক ঢোল বাজিয়ে প্রচার করে চলছে। বাস্তবে উন্নয়নের ছবি তো দেখাই যাচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.