Categories: দেশ

নজির লোকসভায়, সাসপেন্ড নেতা অধীর।

এই খবর শেয়ার করুন (Share this news)

লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড ইস্যুতে ব্যাপক হই হট্টগোল হয়েছে বৃহস্পতিবার। এ দিন বিরোধীদের অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যকে মাঝেমধ্যেই বাধা দিচ্ছিলেন লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী। পরে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এ নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন সভায় এবং প্রস্তাবটি ধ্বনীভোটে গৃহীত হয়। তার প্রস্তাবটি ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাধাদান ‘মিস কন্ডাক্ট’। সুতরাং অধীর চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদিও পরে স্পিকার অধীর চৌধুরীকে সাসপেন্ড করেন। তবে একই সাথে বিষয়টি লোকসভার প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বিবেচনার জন্য। যদিও কংগ্রেস একে ‘অবিশ্বাস্য’ এবং ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যায়িত করেছে।কংগ্রেসের লোকসভার হুইপ মানেকর্মি ঠাকুর এদিন বলেন, মোদির বিরুদ্ধে প্রথমবার বলার জন্য লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী সাসপেন্ড। এটা ‘অবিশ্বাস্য’ অগণতান্ত্রিক। এ ধরনের একনায়কতান্ত্রিকতার নিন্দা জানাই। এটা লোকসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যে লোকসভায় বিরোধী কংগ্রেস দলের নেতাকে সাসপেন্ড করা হলো।এ দিন অবশ্য পরে বলতে ওঠে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, অধীর চৌধুরীর এটা অভ্যাস হয়ে গেছে এবং এটি খুবই দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী যখন বলছেন বারবার তাকে বাধা দিচ্ছিলেন তিনি। তিনি (অধীর) লোকসভার কংগ্রেস দলের নেতা। যে দল বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল। তাকে বারবার অধ্যক্ষ সতর্ক করছিলেন। কিন্তু তিনি তা শুনেননি।সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, অধীর চৌধুরী প্রতিবারই ভিত্তিহীন অভিযোগ আনেন। সরকারকে হেয় করতে চান তিনি। তার বক্তব্যের কোনও সারবত্তা নেই এবং তিনি ভুল স্বীকার করতেও রাজি নন। আমরা আজ তাকে ক্ষমতা চাইতে হবে বলে দাবি করেছিলাম। কিন্তু তিনি তা করেননি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছিলেন তখনও অধীর চৌধুরী একই ব্যবহার করছিলে।অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন অধীর চৌধুরীকে কটাক্ষ করতে গিয়ে বলেন, অধীর চৌধুরীকে কেন অনাস্থার উপর বিতর্ক থেকে কর্নার করে রাখা হল? কলকাতা থেকে কী কোনও ফোন এসেছিল?

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের!!

অনলাইন প্রতিনিধি :-প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধান। পাশাপাশি বিদেশ…

2 hours ago

উড়ে এল দুর্বৃত্ত পাকিস্তানের ৭০ ড্রোন, বুক চিতিয়ে লড়ল বীর বায়ুসেনা!

অনলাইন প্রতিনিধি :-জম্মুর পাশাপাশি জয়সলমীরেও আঘাত হানল দুর্বৃত্ত পাকিস্তান। তবে পাকিস্তানের ৭০টি ড্রোন আক্রমণ করলেও…

2 hours ago

পাকিস্তানের ৮ মিসাইল চুরমার করল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-জম্মু এয়ারপোর্ট আক্রমণ করে পাকসেনারা। জম্মুর সড়কেও ফেলা হয় বোম। জম্মুর আকাশে হানাদার…

2 hours ago

গুঁড়িয়ে দিল ভারত F16 যুদ্ধবিমান!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার রাতে আচমকাই জম্মু, পাঠানকোট, বারামুলা, উধমপুর, জয়সলমীর, বিকানেরে হামলা পাকিস্তানের। জম্মুর আকাশে…

3 hours ago

সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান!!

অনলাইন প্রতিনিধি :-সমস্ত দেশের জন্যই আকাশসীমা বন্ধ করল পাকিস্তান। আপাতত ৪৮ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত…

10 hours ago

পঞ্জাব-রাজস্থানে হাই অ্যালার্ট জারি, বন্ধ স্কুল!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্জাব এবং রাজস্থানে হাই অ্যালার্ট জারি করা হলো। পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার সীমান্ত…

10 hours ago