Categories: দেশ

নতুনভাবে তৈরি হচ্ছে আনন্দ

এই খবর শেয়ার করুন (Share this news)

জাতীয় ক্রিকেট একাডেমিতে গেলে বিশেষজ্ঞ কোচদের কাছ থেকে অনেক কিছু যেমন জানা যায় তেমনি শেখাও যায় অনেক কিছু । তাছাড়া , নিজের ভুলত্রুটিগুলি শুধরে নিজেকে আরও তৈরি করা যায় এনসিএর নাগপুর ক্রিকেট একাডেমিতে গিয়ে ঠিক এমনই অনুভব হলো রাজ্যের প্রতিভাবান ব্যাটার আনন্দ ভৌমিকের । আগামীকালই একুশদিনের ক্যাম্প শেষ হচ্ছে আনন্দদের । এই ক’দিন এখানের কোচদের কাছে নাকি অনেক কিছুই জানার ও শেখার সুযোগ হয়েছে তার । দৈনিক সংবাদকে আনন্দ আরও জানায় , এতদিন তার ব্যাটিংয়ে তেমন কোনও বড় টেকনিকেল ত্রুটি না থাকলেও শট নেবার সময় মাথাটা সামনের দিকে পড়ে যেতো । এখানের কোচ জাকারিয়া জুফরি ( আসাম ) স্যার তার এই ভুলটা শুধরে দিয়েছেন । এখানের কোচিং শেষে গতকাল ও আজ দুটি ম্যাচ হয় । একটি দুদিনের ম্যাচ । তাতে রানআউট হয়ে যাওয়ায় তেমন রান পায়নি আনন্দ । তবে আজ একদিনের ম্যাচে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নেমে একটা হাফ সেঞ্চুরি পেয়েছে । অর্ডারের তিন নম্বরে নেমে তার চেয়ে বড় কথা , স্যারের ধরিয়ে দেওয়া ভুল শুধরে নিজের ব্যাটিংয়ের উন্নতিও করে নিয়েছে । তা এদিনের ব্যাটিংয়ে সে বুঝতে পারে । তবে নিজের ব্যাটিংয়ের উন্নতি করার জন্য আনন্দ সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে তাদের কোচ গৌতম সোম স্যার থেকেই ।

ম্যাচের কোচিংয়ে এ বছর অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে বিহারের বিরুদ্ধে ১১১ এবং গোয়ার বিরুদ্ধে ৮০ রান করে । তাছাড়া , চারদিনের ম্যাচে ( কোচবিহার ট্রফি ) তার দুটি হাফ সেঞ্চুরি ছিল অন্ধ্রপ্রদেশ ও হায়দ্রাবাদের বিরুদ্ধে । তার বিশ্বাস , এখানে ( নাগপুরে ) একুশদিনের ক্যাম্পে পাওয়া কোচিং আগামী বছর জাতীয় ক্রিকেটে তার পারফরম্যান্সের উন্নতি করবেই । তবে পাশাপাশি আনন্দ আগরতলায় তার প্রথম কোচিং সেন্টার চাম্পামুড়া কোচিং সেন্টারের অবদানকেও অস্বীকার করছে না । এই সেন্টার থেকেই রাজ্যদলে খেলার সুযোগ পায় বলেও জানায় আনন্দ । আগামী তেসরা জুন থেকে পন্ডীচেরিতে বসছে এনসিএর অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট । তেসরা জুন থেকে এই টুর্নামেন্ট চলবে পয়লা জুলাই পর্যন্ত ।এদিকে , এই টুর্নামেন্টে তিন দলেই ত্রিপুরার প্রতিনিধি রয়েছে । যেমন এ দল নাগপুর একাডেমিতে রয়েছে আনন্দ ভৌমিক । দেবরাজ দে রয়েছে বেঙ্গালুরু দল । এটি সি দল। এছাড়া কেরালা একাডেমি বি দলে রয়েছে দুর্লভ রায় । এদিকে , রাজ্যের চতুর্থ ক্রিকেটার অকজিৎ দাস অবশ্য কোনও একাডেমি দলেই জায়গা করে নিতে পারেনি । জানা গেছে , এই টুর্নামেন্টে চারটি দুদিনের ম্যাচ থাকবে । এছাড়া , একদিনের ৫০ : ৫০ ওভারের ম্যাচ থাকবে চারটি । এই টুর্নামেন্টে যারা ভালো খেলবে তাদের জন্য আরও বড় মঞ্চে খেলার সুযোগ হতেও পারে । জাতীয় ক্রিকেট একাডেমির ওইসব সেন্টারের কোচদের কাছে অনেক কিছুই জানতে পারে ক্রিকেটাররা । তাছাড়া এতদিন ধরে তাদের মধ্যে যেসব টেকনিকেল ভুলত্রুটি ছিল সেগুলিও নাকি সবাই শুধরে নিয়েছে । উল্লেখ্য , গত নয় এপ্রিল এই ক্যাম্প শুরু হয়েছিল আজ একুশদিনের ক্যাম্প শেষ হয় ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

4 hours ago

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

12 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

13 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

15 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

15 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

15 hours ago