Categories: দেশ

নতুনভাবে তৈরি হচ্ছে আনন্দ

এই খবর শেয়ার করুন (Share this news)

জাতীয় ক্রিকেট একাডেমিতে গেলে বিশেষজ্ঞ কোচদের কাছ থেকে অনেক কিছু যেমন জানা যায় তেমনি শেখাও যায় অনেক কিছু । তাছাড়া , নিজের ভুলত্রুটিগুলি শুধরে নিজেকে আরও তৈরি করা যায় এনসিএর নাগপুর ক্রিকেট একাডেমিতে গিয়ে ঠিক এমনই অনুভব হলো রাজ্যের প্রতিভাবান ব্যাটার আনন্দ ভৌমিকের । আগামীকালই একুশদিনের ক্যাম্প শেষ হচ্ছে আনন্দদের । এই ক’দিন এখানের কোচদের কাছে নাকি অনেক কিছুই জানার ও শেখার সুযোগ হয়েছে তার । দৈনিক সংবাদকে আনন্দ আরও জানায় , এতদিন তার ব্যাটিংয়ে তেমন কোনও বড় টেকনিকেল ত্রুটি না থাকলেও শট নেবার সময় মাথাটা সামনের দিকে পড়ে যেতো । এখানের কোচ জাকারিয়া জুফরি ( আসাম ) স্যার তার এই ভুলটা শুধরে দিয়েছেন । এখানের কোচিং শেষে গতকাল ও আজ দুটি ম্যাচ হয় । একটি দুদিনের ম্যাচ । তাতে রানআউট হয়ে যাওয়ায় তেমন রান পায়নি আনন্দ । তবে আজ একদিনের ম্যাচে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নেমে একটা হাফ সেঞ্চুরি পেয়েছে । অর্ডারের তিন নম্বরে নেমে তার চেয়ে বড় কথা , স্যারের ধরিয়ে দেওয়া ভুল শুধরে নিজের ব্যাটিংয়ের উন্নতিও করে নিয়েছে । তা এদিনের ব্যাটিংয়ে সে বুঝতে পারে । তবে নিজের ব্যাটিংয়ের উন্নতি করার জন্য আনন্দ সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে তাদের কোচ গৌতম সোম স্যার থেকেই ।

ম্যাচের কোচিংয়ে এ বছর অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে বিহারের বিরুদ্ধে ১১১ এবং গোয়ার বিরুদ্ধে ৮০ রান করে । তাছাড়া , চারদিনের ম্যাচে ( কোচবিহার ট্রফি ) তার দুটি হাফ সেঞ্চুরি ছিল অন্ধ্রপ্রদেশ ও হায়দ্রাবাদের বিরুদ্ধে । তার বিশ্বাস , এখানে ( নাগপুরে ) একুশদিনের ক্যাম্পে পাওয়া কোচিং আগামী বছর জাতীয় ক্রিকেটে তার পারফরম্যান্সের উন্নতি করবেই । তবে পাশাপাশি আনন্দ আগরতলায় তার প্রথম কোচিং সেন্টার চাম্পামুড়া কোচিং সেন্টারের অবদানকেও অস্বীকার করছে না । এই সেন্টার থেকেই রাজ্যদলে খেলার সুযোগ পায় বলেও জানায় আনন্দ । আগামী তেসরা জুন থেকে পন্ডীচেরিতে বসছে এনসিএর অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট । তেসরা জুন থেকে এই টুর্নামেন্ট চলবে পয়লা জুলাই পর্যন্ত ।এদিকে , এই টুর্নামেন্টে তিন দলেই ত্রিপুরার প্রতিনিধি রয়েছে । যেমন এ দল নাগপুর একাডেমিতে রয়েছে আনন্দ ভৌমিক । দেবরাজ দে রয়েছে বেঙ্গালুরু দল । এটি সি দল। এছাড়া কেরালা একাডেমি বি দলে রয়েছে দুর্লভ রায় । এদিকে , রাজ্যের চতুর্থ ক্রিকেটার অকজিৎ দাস অবশ্য কোনও একাডেমি দলেই জায়গা করে নিতে পারেনি । জানা গেছে , এই টুর্নামেন্টে চারটি দুদিনের ম্যাচ থাকবে । এছাড়া , একদিনের ৫০ : ৫০ ওভারের ম্যাচ থাকবে চারটি । এই টুর্নামেন্টে যারা ভালো খেলবে তাদের জন্য আরও বড় মঞ্চে খেলার সুযোগ হতেও পারে । জাতীয় ক্রিকেট একাডেমির ওইসব সেন্টারের কোচদের কাছে অনেক কিছুই জানতে পারে ক্রিকেটাররা । তাছাড়া এতদিন ধরে তাদের মধ্যে যেসব টেকনিকেল ভুলত্রুটি ছিল সেগুলিও নাকি সবাই শুধরে নিয়েছে । উল্লেখ্য , গত নয় এপ্রিল এই ক্যাম্প শুরু হয়েছিল আজ একুশদিনের ক্যাম্প শেষ হয় ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

21 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

21 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago