বয়স কাউকে রেয়াত করে না। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, তারা একটি যুগান্তকারী ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। গত ১২ জুলাই ‘মেডিক্যাল জার্নাল এজিং’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বেশ কয়েক ধরনের ওষুধ একসঙ্গে মিশিয়ে একটি বিশেষ ট্যাবলেট (কেমিক্যাল ককটেল) তারা আবিষ্কার করেছেন। হার্ভার্ডের গবেষক ডেভিড সিনক্লেয়ার দাবি করেছেন, ওই ট্যাবলেট খেলেই শারীরিক ও মানসিকভাবে বয়স শুধু থমকেই যাবে না, হাঁটতে শুরু করবে পিছনের দিকে।শুনতে যতই আশ্চর্য লাগুক, বিজ্ঞানীরা দাবি করেছেন, এই ‘ওষুধ’ খেলে বার্ধক্য আর শরীরে থাবা বসাতে পারবে না। ডক্টর সিনক্লেয়ার জানিয়েছেন, ভ্যালপ্রোইক অ্যাসিড, ট্রানাইলসিপ্রোমিন এবং প্রমিপেক্সোলের মতো সাতটি ‘এজেন্ট’ ব্যবহার করে এই ককটেল ওধুষ বানিয়েছেন।এই সব ওষুধ মূলত খিঁচুনি, বিষণ্ণতা এবং পারকিনসন রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। গবেষকরা দাবি করেছেন, ট্রায়ালের মাধ্যমে তারা প্রমাণ পেয়েছেন, এই ওষুধ খেলেই মানবদেহের বার্ধক্যজনিত সমস্যা কমে গিয়ে বয়স উল্টো দিকে হাঁটা শুরু করবে। এতদিন বয়স কমানোর জন্য ‘জিন থেরাপি’ বিষয়টির সঙ্গে পরিচিত ছিল বিজ্ঞানী মহল। কিন্তু তা দীর্ঘ সময়সাপেক্ষ,খরচসাপেক্ষ এবং অবশ্য ঝুঁকিবহুল একটা পদ্ধতি। অবশ্য এই গবেষণাপত্রের এখনও পিআর রিভিউ (আন্তর্জাতিক বিজ্ঞানীমহলের স্বীকৃতি আদায়) হয়নি।সিনক্লেয়ার হার্ভার্ডে জেনেটিক্সের অধ্যাপক এবং ‘লাইফস্প্যান’ গ্রন্থের লেখক।হার্ভার্ড মেডিকেল স্কুলে তার দল তিন বছরেরও বেশি সময় ধরে নির্দিষ্ট অণু খুঁজে বের করার জন্য গবেষণা করেছেন যা স্বাভাবিক বার্ধক্যের অভিমুখ ঘুরিয়ে মানুষের কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে একসঙ্গে কাজ করতে পারে।
অধ্যাপক সিনক্লেয়ার জানিয়েছেন, মানবদেহে ব্যবহারের জন্য এই রাসায়নিক ককটেলগুলির কার্যকারিতা এবং সুরক্ষা যাচাই করার জন্য আরও গবেষণা এবং ক্লিনিকাল ট্রায়াল প্রয়োজনীয়।এই কাজ অবশ্য সহজে হয়নি, বহু ট্রায়াল অ্যান্ড এরর’ চলেছে তিন বছর ধরে। মূলত সেই অণু তৈরির কাজ করা হচ্ছিল, যা কোষের ‘বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দিয়ে ত্বকে যৌবনের জেল্লাকে ফিরিয়ে আনতে পারে। অবশেষে মিলেছে সবুজ সঙ্কেত।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…