Categories: বিজ্ঞান

নতুন রসায়নের ককটেল বার্ধক্য আটকে রাখবে, দাবি হার্ভার্ড বিজ্ঞানীদের।

এই খবর শেয়ার করুন (Share this news)

বয়স কাউকে রেয়াত করে না। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, তারা একটি যুগান্তকারী ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। গত ১২ জুলাই ‘মেডিক্যাল জার্নাল এজিং’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বেশ কয়েক ধরনের ওষুধ একসঙ্গে মিশিয়ে একটি বিশেষ ট্যাবলেট (কেমিক্যাল ককটেল) তারা আবিষ্কার করেছেন। হার্ভার্ডের গবেষক ডেভিড সিনক্লেয়ার দাবি করেছেন, ওই ট্যাবলেট খেলেই শারীরিক ও মানসিকভাবে বয়স শুধু থমকেই যাবে না, হাঁটতে শুরু করবে পিছনের দিকে।শুনতে যতই আশ্চর্য লাগুক, বিজ্ঞানীরা দাবি করেছেন, এই ‘ওষুধ’ খেলে বার্ধক্য আর শরীরে থাবা বসাতে পারবে না। ডক্টর সিনক্লেয়ার জানিয়েছেন, ভ্যালপ্রোইক অ্যাসিড, ট্রানাইলসিপ্রোমিন এবং প্রমিপেক্সোলের মতো সাতটি ‘এজেন্ট’ ব্যবহার করে এই ককটেল ওধুষ বানিয়েছেন।এই সব ওষুধ মূলত খিঁচুনি, বিষণ্ণতা এবং পারকিনসন রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। গবেষকরা দাবি করেছেন, ট্রায়ালের মাধ্যমে তারা প্রমাণ পেয়েছেন, এই ওষুধ খেলেই মানবদেহের বার্ধক্যজনিত সমস্যা কমে গিয়ে বয়স উল্টো দিকে হাঁটা শুরু করবে। এতদিন বয়স কমানোর জন্য ‘জিন থেরাপি’ বিষয়টির সঙ্গে পরিচিত ছিল বিজ্ঞানী মহল। কিন্তু তা দীর্ঘ সময়সাপেক্ষ,খরচসাপেক্ষ এবং অবশ্য ঝুঁকিবহুল একটা পদ্ধতি। অবশ্য এই গবেষণাপত্রের এখনও পিআর রিভিউ (আন্তর্জাতিক বিজ্ঞানীমহলের স্বীকৃতি আদায়) হয়নি।সিনক্লেয়ার হার্ভার্ডে জেনেটিক্সের অধ্যাপক এবং ‘লাইফস্প্যান’ গ্রন্থের লেখক।হার্ভার্ড মেডিকেল স্কুলে তার দল তিন বছরেরও বেশি সময় ধরে নির্দিষ্ট অণু খুঁজে বের করার জন্য গবেষণা করেছেন যা স্বাভাবিক বার্ধক্যের অভিমুখ ঘুরিয়ে মানুষের কোষগুলিকে পুনরুজ্জীবিত করতে একসঙ্গে কাজ করতে পারে।
অধ্যাপক সিনক্লেয়ার জানিয়েছেন, মানবদেহে ব্যবহারের জন্য এই রাসায়নিক ককটেলগুলির কার্যকারিতা এবং সুরক্ষা যাচাই করার জন্য আরও গবেষণা এবং ক্লিনিকাল ট্রায়াল প্রয়োজনীয়।এই কাজ অবশ্য সহজে হয়নি, বহু ট্রায়াল অ্যান্ড এরর’ চলেছে তিন বছর ধরে। মূলত সেই অণু তৈরির কাজ করা হচ্ছিল, যা কোষের ‘বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দিয়ে ত্বকে যৌবনের জেল্লাকে ফিরিয়ে আনতে পারে। অবশেষে মিলেছে সবুজ সঙ্কেত।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

11 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

15 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

15 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

17 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

17 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

17 hours ago