নদীর ভাঙন রোধে প্রশাসনিক উদ্যোগের দাবিত অবরোধ!!

 নদীর ভাঙন রোধে প্রশাসনিক উদ্যোগের দাবিত অবরোধ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, কল্যানপুর।। সোমবার সকাল থেকেই খোয়াই – তেলিয়ামুড়া সড়কের মোহরছড়া বাজারে নদীর ভাঙ্গন রোধে প্রশাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে পথ অবরোধে সামিল হয় ওই এলাকার গ্রামবাসীরা। আচমকা রাস্তা অবরোধের ফলে সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়। চরমে উঠে দুর্ভোগ। উল্লেখ্য, বর্ষার মরসুমে প্রতিবছর কল্যাণপুর ব্লকের কমলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন মোহর চড়া বাজার সংলগ্ন উত্তর পাড়া, মরগাং পাড়া সহ খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ বন্যার কবলে পড়ে।

জলের তোড়ে দ্রুতগতিতে ফসলি জমি নদী গর্ভে চলে যাচ্ছে। নদীর ভাঙন রোধে এলাকার জনগণ নিজেদের সহায় সম্বল বাঁচাতে নেতা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পাচ্ছে না। অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ন্যায্য দাবী আদায়ে সোমবার রাস্তা অবরোধ করে। এদিকে পথ অবরোধের খবর মিলতেই শাসকদলের কতিপয় নেতা দৌড়ঝাঁপ শুরু করলেও পথ অবরোধ তুলে দিতে পারেনি। গ্রামবাসীরা জানায়, প্রশাসন থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.