৪ কোটি টাকা দিলেই মন্ত্রিপদ, অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন!!
নব্য ফ্যাসিবাদ।।

বিজেপি সম্পর্কে সিপিএমের মূল্যায়ন বদলেছে।দেশে একমাত্র কেরলে এখন সিপিএম টিমটিম করে জ্বলছে।তাও কতদিন জ্বলবে ঠিক নেই।পাশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় সিপিএম এখন ক্ষয়িষ্ণু শক্তি।বলা যায়,দেশে সিপিএম দিন দিন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। মূলত বিজেপি শাসনেই সিপিএমের শক্তি দিন দিন কমছে। কেন্দ্রে দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সিপিএম নেতৃত্বাধীন বামেরা কংগ্রেসের কাছাকাছি ছিল। সিপিএম বরাবরই দিল্লী কংগ্রেসের সাথে সদ্ভাব বজায় রেখে চলেছে। এদিকে গত দশ বছর ধরে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই প্রথম বিজেপি দীর্ঘদিন ধরে কেন্দ্রে ক্ষমতার স্বাদ ভোগ করছে। এই অবস্থায় কংগ্রেসের পাশাপাশি বামেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিপিএম। সেই সিপিএম একের পর এক নির্বাচনে ধাক্কা খাবার পর পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা থেকে বর্তমানে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। শুধু বামেরা ক্ষমতায় রয়েছে কেরলে। এবার তাই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সম্পর্কে সিপিএম তাদের মতাদর্শ বদলাতে চলেছে। সিপিএম বিজেপিকে আর ফ্যাসিবাদী বলতে নারাজ। একদা সিপিএম বিজেপিকে রাজনৈতিক সন্ত্রাসী বলে আখ্যায়িত করতো। সময়ের বিবর্তনে বিজেপি সম্পর্কে আর কড়া কথা বলতে নারাজ সিপিএম। আগামী কিছুদিনের মধ্যেই সিপিএম তাদের চব্বিশতম পার্টি কংগ্রেসে যাচ্ছে। এবারের পার্টি কংগ্রেস বসছে মাদুরাইয়ে।
ফ্যাসিবাদ নয়, এবার সিপিএম এক নয়া শব্দের আমদানি করেছে বিজেপি সম্পর্কে।বিজেপিকে এবার নয়া ফ্যাসিবাদ চরিত্রের এক পার্টি বলে আখ্যায়িত করেছে সিপিএম।সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন সিপিএমের কো-অর্ডিনেটর প্রকাশ কারাত।কেন নব্য ফ্যাসিবাদ বলা হচ্ছে এর ব্যাখ্যাও দিয়েছে সিপিএম।সিপিএম মনে করে, গত দশ বছরে কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন আরএসএসের রাজনৈতিক সংগঠন বিজেপির মধ্যে একটি নব্য ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ পেয়েছে।তবে বিজেপিকে ফ্যাসিবাদী বা নব্য ফ্যাসিবাদীও বলছে না বিজেপি।কিংবা ভারতকে নব্য ফ্যাসিবাদী রাষ্ট্র হিসাবেও মনে করছে না সিপিএম।
এর ব্যাখ্যা দিতে গিয়ে সিপিএম বলেছে, ফ্যাসিবাদীর দিকে বরং দল আরও এক কদম এগোলো। দেশে যা চলছে তাকে নব্য ফ্যাসিবাদী ছাড়া আর কী বলা যায়। আগে বিজেপিকে স্বৈরাচারী আধিপত্যবাদী শাসক বলতো সিপিএম। এবার নব্য ফ্যাসিবাদী বলছে সিপিএম।
এর আগের দুটি পার্টি কংগ্রেসে বিজেপি সম্পর্কে সিপিএমের মূল্যায়ন ছিল – বিজেপি উদীয়মান ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। তেইশতম পার্টি কংগ্রেসে মোদি সরকার আরএসএসের ফ্যাসিবাদী পরিকল্পনা রূপায়ণ করেছে বলে সিপিএম উল্লেখ করেছিলো। এবার চব্বিশতম পার্টি কংগ্রেসের আগে সিপিএমের মূল্যায়ন বিজেপি সম্পর্কে দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দিয়েছে বিজেপি।
সিপিএম কেন তা মনে করে এর ব্যাখ্যা দিতে গিয়ে কারাত বলেছেন, এটা নয়া ধরনের ফ্যাসিবাদ, যা অতীতের ফ্যাসিবাদজাত হলেও যান্ত্রিকভাবে এদের তুলনা চলে না। অতীতের ফ্যাসিবাদ ক্ষমতা দখলের পর বুর্জোয়া গণতন্ত্রকে খতম করে দিয়েছিলো। নয়া ফ্যাসিবাদ হচ্ছে তারা নির্বাচনে জিতে এসে বলে যে আমরা সংসদ, নির্বাচন এগুলি বজায় রাখবো। কারণ তাদের মতে, একুশ শতকে বৈধতা পেতে গেলে নির্বাচন জরুরি। তাই একে সিপিএম নয়া ফ্যাসিবাদী চরিত্র বলছে। তাই সিপিএমের মত হলো একে রুখতে গেলে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এদের যৌথভাবে মোকাবিলা করতে হবে। না হলে সমূহ বিপদ। নয়া ফ্যাসিবাদী বিজেপি এখন কেন্দ্রের নিয়ন্ত্রণে পুরোপুরি শরিকদেরও গিলে খাচ্ছে। এটাই হচ্ছে নয়া ফ্যাসিবাদ। এই নয়া ফ্যাসিবাদকে নির্মূল করতে গেলে কী দাওয়াই হবে কিংবা কে তাদের রুখবে এবং তা কীভাবে সিপিএম মোকাবিলা করবে তাই এখন সিপিএমের কাছ থেকে দেখার বিষয়।