উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এই প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন হতে চলেছে। সেপ্টেম্বর মাসেই এই মেলার আয়োজন করা হবে। গোটা বিষয়টি নিয়ে প্রচারে নামার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের চিফ এগজিকিউটিভ অফিসার রবি কুমার এনজি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে টানা পাঁচ দিন ধরে গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে বলেই ঘোষণা করেছেন রবি কুমার এনজি। রাজ্যের সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্য, পর্যটন, খাওয়াদাওয়া এবং পোশাকের যে বৈচিত্র্য সেটাই তুলে ধরা হবে এই মেলায়। রাজ্যের বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের সম্ভাবনার দিক রয়েছে সেটাই তুলে ধরা হবে মেলাতে।ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে বড় শিল্প, পর্যটন, পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, বস্ত্র, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প এবং বস্ত্রশিল্পের মতো ক্ষেত্রগুলিতে রাজ্যে কেমন সম্ভাবনা রয়েছে সেই কথাই দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।এক ছাদের তলায় গোটা রাজ্যের শিল্প ও বাণিজ্য সম্ভাবনার ধরার লক্ষ্য নিয়েই এবার প্রথম একটি মেলার আয়োজন করছেন গ্রেটার নয়ডা কর্তৃপক্ষ। আধিকারিকরা জানিয়েছেন১৫ টি প্রদর্শনীতে অংশ নেবে ২ হাজার জন।প্রায় ৫ লক্ষ মানুষ এবং ৪০০র মতো আন্তর্জাতিক মানের ক্রেতাও হাজির থাকছেন মেলাতে। রবি কুমার এনজি জানিয়েছেন, এমন একটি বিরাট মেলার মাধ্যমে জেলার পর্যটন ও সংস্কৃতির দিকটকে তুলে ধরা যাবে।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…