নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
নর্দমায় সরকারি ফাইলের ছড়াছড়ি!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, উদয়পুর।। গোমতী জেলা শাসক অফিসের গুরুত্বপূর্ণ ফাইল,নথিপত্র সহ বহু গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ সব গড়াগড়ি খাচ্ছে নর্দমায়, পরিত্যক্ত স্থানে। সকাল হতেই এই দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। খবর যায় পুলিশে্ পুলিশ এসে ওইসব ফাইল, নথি উদ্ধার করে। ঘটনায় জনমনে ব্যাপক রহস্য ও চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এবং কিভাবে এতসব সরকারি কাগজপত্র বাইরে এলো? এই নিয়ে তদন্তের দাবি উঠেছে।