নলছড়ে বোমাবাজি যখম ১৫

এই খবর শেয়ার করুন (Share this news)

নির্বাচনি দামামা বাজতেই নলছড়ে শুরু হয়ে গেল রাজনৈতিক সন্ত্রাস। গতকাল গভীর রাতে নলছড় কিল্লামুড়া এলাকায় সিপিএম ও বিজেপি দলের পরস্পরবিরোধী হামলা, পাল্টা হামলায় দুপক্ষে ১৫ জন অল্পবিস্তর আহত হয়েছেন। এর মধ্যে সিপিএমের দুজনকে মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবদমান দুপক্ষের মধ্যে বোমা নিক্ষেপ, বাড়িঘরে প্রবেশ করে ভাঙচুর, লুটপাটের ঘটনায় গোটা নলছড়জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। নলছড়ে সিপিএম বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেয় গত কয়েকদিন আগে এক জনসভায়। এর কয়েকদিনের মধ্যেই বিজেপি দলের হামলার প্রতিরোধে নামে সিপিএম দল। গতকালের হামলায় সিপিএম দলের দশজন যেমন আহত হয়েছেন, তেমনি পাল্টা হামলায় বিজেপি দলেরও পাঁচজন আহত হয়েছেন। দুপক্ষই মেলাঘর থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করেছে।
সংবাদে প্রকাশ, গতকাল গভীর রাত প্রায় ১২টা নাগাদ নলছড় বাজার থেকে এক কিমি দূরে অবস্থিত কিল্লামুড়ায় সিপিএমের সমর্থক উত্তম ঘোষ ও আশিস ভৌমিকের বাড়িতে দা, লাঠি নিয়ে হামলা চালায় শাসকদলের মদতপুষ্ট কিছু ক্যাডার । বস্তুত তাদের তাণ্ডবে এই দুই পরিবারের ব্যাপক ক্ষতি হয়। বাড়ির প্রায় সমস্ত জিনিসপত্র তছনছ করে দেয়। সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে তারা যেমন আত্মরক্ষা করতে সচেষ্ট হন, তেমনি পাল্টা হামলারও প্রস্তুতি নেন। খবর যায় দলীয় মহলে। প্রতিরোধে নামে সিপিএম ক্যাডাররাও। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় প্রবল লড়াই, দৌড়ঝাপ, পাল্টা হামলা। মুহূর্তেই কিল্লামুড়া এলাকায় ত্রাসের সঞ্চার হয়। এরই মাঝে নিক্ষেপ করা হয় পরপর তিনটি বোমা। বিকট শব্দে কেঁপে ওঠে নলছড় এলাকা। একটি বোমা আছড়ে পড়ে উত্তম ঘোষের বাড়ির গেটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে নলছড়ের এলাকায়। হামলা ও পাল্টা প্রতিরোধে দুপক্ষের সংঘর্ষে কমবেশি ১৫ জন আহত হন। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাত্র এক সপ্তাহ আগে নলছড়ে এক সভায় সিপিএম দলের প্রাক্তন বিধায়ক প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন যেকোনও ধরনের সন্ত্রাস মোকাবিলায় সিপিএম প্রস্তুত। বাইক বাহিনী বা বিজেপির যেকোনও সন্ত্রাসকে মোকাবিলা করতে তারা লড়াই করে যাবেন। সিপিএম দলের সভার পাঁচদিন পর নলছড়ে সন্ত্রাস শুরু করে শাসকদল জানান দিতে চাইল সিপিএমকে নলছড়ের বুকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। দীর্ঘ ৫৮ মাস ঘুমিয়ে থাকার পর সিপিএম নির্বাচনের মুখে জেগে উঠেছে। জনসংযোগ কর্মসূচিতে সিপিএম নলছড়ে জানান দিতে চাইছে তারা হারিয়ে যায়নি। নলছড়ে সিপিএম দলের এই নব উত্থানকে মেনে নিতে নারাজ শাসকদল। গতকাল গভীর রাতে কিল্লামুড়া এলাকায় একপ্রকার তাণ্ডব চলে। দুটি বাড়ির যাবতীয় আসবাবপত্র, মোটর বাইক ব্যাপকভাবে ভাঙচুর করে তছনছ করে দেয়। সিপিএম দল প্রতিরোধের চেষ্টা করে। আহত হন দশজন ক্যাডার। এর মধ্যে বাড়ির মালিক উত্তম ঘোষের মাথা ফাটিয়ে দেয় শাসকদলের ক্যাডার বাহিনী। পাল্টা প্রতিরোধে বিজেপি দলেরও ৫/৬ জন আহত হন। তবে কোনও পক্ষেরই আঘাত গুরুতর নয়। শাসক ও বিরোধী বিবদমান দুপক্ষের লড়াইয়ে নলছড়ের রাজনৈতিক অঙ্গনের বাতাস ফের ভারী হয়ে উঠলো। জমি দখলের লড়াইয়ে দুদলই সমানভাবে সক্রিয়।

Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

3 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

5 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

6 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

6 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

6 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

7 hours ago