নলছড়ে বিজেপি-সিপিএম সংঘর্ষ, দুপক্ষে আহত ২০

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২৩ – এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নলছড় বিধানসভা কেন্দ্রে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম দল । আজ বিকালে নলছড় বাজারে সিপিএম দলের মিছিলকে কেন্দ্র করে শাসকদল বিজেপি ও সিপিএম দলের বিবদমান লড়াইয়ে নিজেদের জমি দখলে মরিয়া বিজেপি দলও হৃতগৌরব পুনরুদ্ধারে সিপিএম দলের লড়াইয়ে রণক্ষেত্র হয়ে পড়ে নলছড় এলাকা । হামলা – পাল্টা হামলায় দু’পক্ষের দশ / পনেরো জন অল্পবিস্তর আহত হয় । ভাঙচুর হয় কয়েকটি মোটর বাইক । নলছড় বাজারের দুই প্রান্তে কয়েকশ করে দু’দলের কর্মী সমর্থকদের রণহুঙ্কারে দীর্ঘ ৫৪ মাস পর নলছড় দেখলো এক ভয়ঙ্কর রূপ । দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আটকাতে আরক্ষা প্রশাসন সিআরপি , টিএসআর , পুলিশের দুই শতাধিক জওয়ান নিয়ে নলছড়ে অবস্থান করে অ্যাডিশনাল এসপি , যাত্রাপুর ও মেলাঘর থানার ওসি , সোনামুড়া মহকুমা পুলিশ অফিসার , মেলাঘরের ডিসিএম সহ পদস্থ আধিকারিকরা । অন্যদিকে সিপিএমের মিছিলকে ঘিরে দলের নলছড়ের প্রাক্তন বিধায়ক তপন দাস , বক্সনগর ও সোনামুড়ার বিধায়ক সহিদ চৌধুরী , শ্যামল চক্রবর্তী , দলের মহকুমা সম্পাদক রতন সাহা , রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস , শামসুল হক সহ দলে বিভাগীয় ও জেলা কমিটির শীর্ষনেতৃত্ব উপস্থিত ছিলেন । পূর্ব ঘোষণা মতো আরক্ষা প্রশাসনের অনুমতি নিয়ে আজ নলছড় বাজারে সিপিএম দলের মিছিল আহ্বান করা হয় । দীর্ঘ ৫৪ মাস পর নলছড়ে সিপিএম দলের মিছিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় । নলছড়ে বিগত বেশ কিছুদিন ধরে বিধানসভা কেন্দ্রের গ্রামীণ জনপদে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করে প্রাক্তন বিধায়ক তপন দাস সহ দলের স্থানীয় নেতৃত্ব । আজ নলছড় বাজারে দলের মিছিলকে ঘিরে টান টান উত্তেজনা সৃষ্টি হয় । বিরোধী দলকে বাধা দেবার জন্য বিজেপি দলও প্রস্তুতি গ্রহণ করে । দলের কর্মী সমর্থকরা দলীয় অফিসের সামনে জড়ো হতে থাকে । সিপিএম দলও মিছিলের জন্য তৈরি হয় । এমন সময়েই শাসকদলের দশ / বারোজন বাইকে করে এসে দক্ষিণ নলছড়ে সিপিএম দলের ক্যাডারদের উপর হামলা চালায় । পাল্টা হামলা চালায় সিপিএম দলও । উভয় দলের মধ্যে সংঘর্ষে বিজেপি দলের বাইক বাহিনী সিপিএম কর্মীদের হাতে বেধড়ক মার খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় । অন্যদিকে নলছড় বাজার অতিক্রম করে সিপিএম দলের কতিপয় ক্যাডার মিছিলে যোগ দিতে আসার সময়ে বিজেপির কর্মীরা তাদের গতিরোধ করে মারধর করে । তাদের কয়েকটি মোটর বাইক ভাঙচুর করে । নলছড় বাজারের দুই প্রান্তে দু’দলের সমর্থকদের হামলা – পাল্টা হামলায় গোটা নলছড়ে উত্তেজনার সৃষ্টি হয় । বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল । দেখা দেয় আতঙ্ক । এই আবহে সিপিএম দল দক্ষিণ নলছড় থেকে নলছড় বাজার অভিমুখে মিছিল শুরু করে । দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে চার শতাধিক তরুণ বিগ্রেড দলের মহামিছিলে শামিল হয় । নলছড়ের বাতাস ভারী করে দীর্ঘ প্রায় পাঁচ বছরের শেষলগ্নে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে সিপিএম দলের এই মিছিল প্রত্যক্ষ করতে শতশত জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে । অন্যদিকে সিপিএম দলের মিছিলকে নলছড় বাজার পরিক্রমা করতে দেওয়া হবে না । এই সিদ্ধান্তে বাজার এলাকায় জড়ো হয় প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী । লাঠি হাতে রণসাজে সজ্জিত শাসকদলীয় কর্মী সমর্থকরা বিরোধী সিপিএম দলকে বাধা দেবার জন্য সচেষ্ট । যযুধান দু’পক্ষের এই লড়াইয়ের প্রাচীর হয়ে দাঁড়ায় আরক্ষা প্রশাসন । পুলিশ , রিজার্ভ টিএসআর , পুলিশ , সিআরপিএফ , অ্যাডিশনাল এসপি , এসডিপিও , দুই থানার ওসি সহ প্রায় দুই শতাধিক আরক্ষা কর্মী নলছড় বাজারে অবস্থিত ব্রিজের সামনে ব্যারিকেড সৃষ্টি করে । সিপিএম দলের মিছিলকে বাজারে প্রবেশ করতে দেয়নি । সিপিএম দলের মিছিলশেষে কর্মীরা বাড়ি ফিরে যাবার সময়ে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে শাসকদলের কর্মী সমর্থকরা । পাল্টা হামলা চালায় সিপিএম দলের কর্মীরাও । যযুধান এই দু’পক্ষের লড়াইয়ে নলছড়ে আতঙ্ক দেখা দেয় । দু’পক্ষে কমপক্ষে ১৫/২০ জন অল্পবিস্তর আহত হয় । এতে কোনও দলের কোনও কর্মীই হাসপাতালমুখো হননি । সোনামুড়া মহকুমায় গত বিধানসভা নির্বাচনে নলছড় বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করে বিজেপি দল । অন্য তিনটি বিধানসভায় জয়ী হয় সিপিএম দল । দীর্ঘ ৫৪ মাস নলছড়ে সিপিএম দল তাদের অস্তিত্ব জানান দিতে পারেনি । নলছড়ের দলীয় কার্যালয়ে বহুবার হামলা , অগ্নিসংযোগের ফলে তা আজ কার্যত পরিত্যক্ত অবস্থায় । গত কয়েক মাস ধরে এই বিধানসভা কেন্দ্রে সিপিএম দলের প্রাক্তন বিধায়ক তপন দাস জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে । আজ তারই অঙ্গ হিসাবে দল নলছড়ে মহা মিছিলের ডাক দেয় । দলের তরুণ ব্রিগেটের চার শতাধিক কর্মী মিছিলে অংশ নেয় , অন্যদিকে সিপিএম দলের রাজনৈতিক কর্মসূচিকে বাধা দেবার জন্য নলছড় বাজারে মিছিল করতে বাধা দানের জন্য জড়ো হয় বিজেপি দলের দুই শতাধিক কর্মী । ক্ষমতা নিজেদের দখলে রাখার লড়াইয়ে যুযুধান দু’পক্ষের মারমুখী লড়াইয়ে নলছড়ের রাজনৈতিক উত্তাপ চরম আকার ধারণ করেছে নির্বাচনের প্রাক্ লগ্নে ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

21 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

21 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago