নাইজেরিয়ায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার জল থেকে বাঁচতে নৌকায় চেপে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা গত শুক্রবার নাইজেরিয়ার দক্ষিণ- পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রা ঘটে।প্রতিবেদনে বলা হয়েছে,আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় নৌকাডুবির পূর্বে নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মূলত নিজেদের এলাকার বন্যার জলে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য ওই নৌকায় উঠেছিলেন তারা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ‘মর্মান্তিক’ এই দুর্ঘটনায়
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের জলপথে পরিবহণে নিরাপত্তা ব্যবস্থা
পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নিখোঁজদের উদ্ধারে জরুরি পরিষেবাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো নিশ্চিত করতে জলপথে চলাচলে সুরক্ষা প্রোটোকল পরীক্ষা করার জন্য সরকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি। স্থানীয় মিডিয়ায় বলা হয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার আগে সেটিতে থাকা বন্যাদুর্গত মানুষেরা ওগবাকুবার নাকো বাজারে যাচ্ছিল। কিছু কর্মকর্তা জানান, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার আগে একটি সেতুতে আঘাত হানে। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে জলের স্তর খুব বেশি এবং সেখানে ভালোভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আনামব্রার গভর্নর চার্লস সোলুডো বলেছেন, দুর্ঘটনাটি তার প্রদেশের বাসিন্দাদের এবং প্রাদেশিক সরকার উভয়ের জন্যই বিস্ময়ের। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি।নাইজেরিয়ায় বেশিরভাগ নৌকা দুর্ঘটনার জন্য অতিরিক্ত আরোহী পরিবহণ বা দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়।
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…