নাগাল্যান্ডে জাতীয় ক্যারাটে, ১০ সোনা সহ ৫৭ পদক, রানার্স খেতাব ত্রিপুরার!!

 নাগাল্যান্ডে জাতীয় ক্যারাটে, ১০ সোনা সহ ৫৭ পদক, রানার্স খেতাব ত্রিপুরার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-নাগাল্যান্ডের ডিমাপুরে আয়োজিত নবম আইএসকেএফ ন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য ত্রিপুরার। প্রতিযোগিতায় দশটি সোনা সহ মোট ৫৭টি পদক জিতেছে ত্রিপুরার খেলোয়াড়রা।
পাশাপাশি প্রতিযোগিতায় পদক তালিকায় দ্বিতীয় রানার্সআপ খেতাবও অর্জন করেছে।যা জাতীয় স্তরে এক নয়া রেকর্ড।প্রতিযোগিতায় পদক তালিকায় কুমিতে বিভাগে আটটি সোনা, বারোটি রৌপ্য ও তেরোটি ব্রোঞ্জ রয়েছে।অপরদিকে কাটা বিভাগে দুটি সোনা, নয়টি রৌপ্য ও তেরোটি ব্রোঞ্জ পদক রয়েছে।কুমিতে বিভাগে যারা সোনা জিতেছেন তারা হলেন বিশ্বস্ত্রী দাস, চিরস্মিতা ভৌমিক, শিবাঙ্গী দাস, সম্পৃতা দেব,বিরাজ বণিক, আর্যবীর সরকার, অম্বিকা নাহা ও দেবলীনা সরকার। রৌপ্য পদক জয়ীরা হলেন প্রগতি ভট্টাচার্য, কাসনি কর, মৃন্ময়ী সূত্রধর, অনন্যা দাস, অংশুমান লস্কর, অধরি রায় ভট্টাচার্য, শিবানী দাস, রাজা কর, সৌরভ সেন, মনালিসা বিশ্বাস, তন্মি দাস ও রেশ্মি দাস।এই বিভাগে ব্রোঞ্জ পদক জয়ীরা হলেন- অনন্যা দেব,পরিধি সূত্রধর, রাজ রুদ্রাক্ষী চৌধুরী, প্রগতি ভট্টাচার্য, স্বরূপ পোদ্দার, কুলদীপ দাস, দীপায়ন মালাকার, আরিশ রায়, শ্রাবণী দাস, রাজা কর, সৌরভ সেন, পঙ্কজ রায় ও অরবিন্দ পাল।অন্যদিকে কাটা বিভাগে সোনা জিতেছেন মৃণ্ময়ী সূত্রধর ও অংশুমান লংস্কর। রৌপ্যপদক জয়ীরা হলেন প্রগতি চৌধুরী, কাসনি কর, মৃন্ময়ী সূত্রধর, বিশ্বশ্রী দাস, চিরস্মিতা ভৌমিক, শিবাঙ্গী দাস, অধরি রায় ভট্টাচার্য, বিরাজ বণিক, আর্যবীর সরকার ও রাজা কর। ব্রোঞ্জপদক জয়ীরা হলেন অনন্যা দেব, রাজ রুদ্রাক্ষী চৌধুরী,পরিধি সূত্রধর, অনন্যা দাস, স্বরূপ পোদ্দার, কুলদীপ দাস, দীপায়ন মালাকার, আরিশ রায়, দেবলীনা সরকার, সৌরভ সেন ও মনালিসা বিশ্বাস।উল্লেখ্য, গত ২৫-২৭ এপ্রিল নাগাল্যান্ডের ডিমাপুরে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।অল নাগাল্যান্ড ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে।ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের ত্রিশ জন খেলোয়াড় পাঠিয়েছিল তাতে।পদক জয়ী রাজ্যদলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফে। রাজ্যদলের কোচ কাম ম্যানেজার বাপন চক্রবর্তী আজ এক বিবৃতিতে এই ফলাফলের খবর জানিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.