নাগা সমস্যা সমাধানে আন্তরিক নন প্রধানমন্ত্রী মোদি: রাহুল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২০১৫ সালে নাগা শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও এর রাজনৈতিক সমাধানে কেন্দ্রের বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রী তার নয় বছরের কার্যকালে নাগাদের সমস্যা সমাধানে রাজনৈতিক কোনও সমাধান করতে পারেননি।বক্তা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।ভারত ন্যায় যাত্রা বর্তমানে নাগাল্যান্ডে রয়েছে।এই অবস্থায় সে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে নাগাদের সমস্যা সম্পর্কে উদাসীন হওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন রাহুল।রাহুল বুধবার বলেছেন,গত নয় বছরে এর রাজনৈতিক সমস্যা সমাধানে মোটেওআন্তরিক ছিলেন না প্রধানমন্ত্রী।এদিন নাগাল্যান্ডের মককচুং শহরে একজনসভায় রাহুল গান্ধী তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, নাগা মানুষজনের সাথে কোনও রকম আলোচনা না করে কিংবা তাদের বিশ্বাস না করলে কোনওভাবেই এই সমস্যা সমাধান সম্ভব নয়।

এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে আপনি না অসত্য বলবেন না।বলুন যে আপনারা সমাধানের রাস্তায় হাঁটছেন।দোহাই, মিথ্যা বলবেন না।তার মতে, কংগ্রেস চায় নাগা সমস্যার সমাধান হোক এবং নাগা সমস্যার সমাধান জরুরি।নাগা শান্তিচুক্তি সম্পর্কে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নয় বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই ছিলনা।এদিন পরে এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন,দীর্ঘ দশক ধরে চলতে থাকা নাগা সমস্যার সমাধানে কংগ্রেস দল আন্তরিক।রাহুল বলেন, নাগা জঙ্গিদের সমস্যার শুরু ১৯৪৭ সাল থেকে।১৯৯৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার এনএসসিএন (আইএম) থেকে শুরু করে ওয়ার্কিং কমিটি অব নাগা ন্যাশনাল পলিটিক্যাল গ্রুপ (এনএনপিজি)সহ আরও প্রায় সাতটি গ্রুপের সাথে ধাপে ধাপে কথাবার্তা চলেছে ২০১৭ সাল পর্যন্ত।মোদি সরকার নাগা শান্তিচুক্তি করে ২০১৫ সালে।কিন্তু এখনও কোনও সমাধানসূত্র নেই। নাগাদের পৃথক সংবিধান এবং পৃথক ফ্ল্যাগ নিয়ে তাদের দাবি নিয়ে কোনও অগ্রগতি নেই।কেন্দ্রের তরফে ইতিবাচক কোনও সাড়া নেই। নাগাল্যান্ডে বর্তমানে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা রয়েছে।রাহুল এদিন বলেন, নাগাল্যান্ডে এ পর্যন্ত তিনি ১৮০ কিমি পদযাত্রা করেছেন।রাস্তাঘাটের অত্যন্ত বাজে অবস্থা এবং বিদ্যুতের অবস্থাও বেহাল।তিনি বলেন, নাগা নাগরিকদের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন্দ্র। নাগা মানুষদের কি ভালোভাবে বাঁচার অধিকার নেই?রাহুল বলেন,নাগাল্যান্ড ভারতের অংশ।সুতরাং আমাদের প্রত্যেককে এদেশের ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ধর্মীয় আচার আচরণকে সম্মান জানাতে হবে।এদিনও রাহুল গান্ধী বলেন, মণিপুরে আট মাসের বেশি সময় ধরে জাতিগত হিংসা চললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সে রাজ্যে যাবার সময় হয়নি।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা আসামে প্রবেশ করবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

12 hours ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

12 hours ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

12 hours ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

12 hours ago

ফের চারধাম যাত্রায় হেলিকপ্টার সার্ভিস চালু!!

অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ…

14 hours ago

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-রাতভর দীর্ঘক্ষন আলোচনা হয়, তারপরই দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে…

14 hours ago