অনলাইন প্রতিনিধি :-২০১৫ সালে নাগা শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও এর রাজনৈতিক সমাধানে কেন্দ্রের বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রী তার নয় বছরের কার্যকালে নাগাদের সমস্যা সমাধানে রাজনৈতিক কোনও সমাধান করতে পারেননি।বক্তা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।ভারত ন্যায় যাত্রা বর্তমানে নাগাল্যান্ডে রয়েছে।এই অবস্থায় সে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে নাগাদের সমস্যা সম্পর্কে উদাসীন হওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন রাহুল।রাহুল বুধবার বলেছেন,গত নয় বছরে এর রাজনৈতিক সমস্যা সমাধানে মোটেওআন্তরিক ছিলেন না প্রধানমন্ত্রী।এদিন নাগাল্যান্ডের মককচুং শহরে একজনসভায় রাহুল গান্ধী তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, নাগা মানুষজনের সাথে কোনও রকম আলোচনা না করে কিংবা তাদের বিশ্বাস না করলে কোনওভাবেই এই সমস্যা সমাধান সম্ভব নয়।
এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে আপনি না অসত্য বলবেন না।বলুন যে আপনারা সমাধানের রাস্তায় হাঁটছেন।দোহাই, মিথ্যা বলবেন না।তার মতে, কংগ্রেস চায় নাগা সমস্যার সমাধান হোক এবং নাগা সমস্যার সমাধান জরুরি।নাগা শান্তিচুক্তি সম্পর্কে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নয় বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই ছিলনা।এদিন পরে এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন,দীর্ঘ দশক ধরে চলতে থাকা নাগা সমস্যার সমাধানে কংগ্রেস দল আন্তরিক।রাহুল বলেন, নাগা জঙ্গিদের সমস্যার শুরু ১৯৪৭ সাল থেকে।১৯৯৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার এনএসসিএন (আইএম) থেকে শুরু করে ওয়ার্কিং কমিটি অব নাগা ন্যাশনাল পলিটিক্যাল গ্রুপ (এনএনপিজি)সহ আরও প্রায় সাতটি গ্রুপের সাথে ধাপে ধাপে কথাবার্তা চলেছে ২০১৭ সাল পর্যন্ত।মোদি সরকার নাগা শান্তিচুক্তি করে ২০১৫ সালে।কিন্তু এখনও কোনও সমাধানসূত্র নেই। নাগাদের পৃথক সংবিধান এবং পৃথক ফ্ল্যাগ নিয়ে তাদের দাবি নিয়ে কোনও অগ্রগতি নেই।কেন্দ্রের তরফে ইতিবাচক কোনও সাড়া নেই। নাগাল্যান্ডে বর্তমানে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা রয়েছে।রাহুল এদিন বলেন, নাগাল্যান্ডে এ পর্যন্ত তিনি ১৮০ কিমি পদযাত্রা করেছেন।রাস্তাঘাটের অত্যন্ত বাজে অবস্থা এবং বিদ্যুতের অবস্থাও বেহাল।তিনি বলেন, নাগা নাগরিকদের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন্দ্র। নাগা মানুষদের কি ভালোভাবে বাঁচার অধিকার নেই?রাহুল বলেন,নাগাল্যান্ড ভারতের অংশ।সুতরাং আমাদের প্রত্যেককে এদেশের ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ধর্মীয় আচার আচরণকে সম্মান জানাতে হবে।এদিনও রাহুল গান্ধী বলেন, মণিপুরে আট মাসের বেশি সময় ধরে জাতিগত হিংসা চললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সে রাজ্যে যাবার সময় হয়নি।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা আসামে প্রবেশ করবে।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…