নাগিছড়ায় বিদেশি প্রতিনিধিদের পর্যবেক্ষণ !!
অনলাইন প্রতিনিধি :-দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৭ জনের একটি প্রতিনিধি দল সোমবার ত্রিপুরায় আসেন। এই প্রতিনিধি দলে ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ওমানের প্রতিনিধি রয়েছেন। প্রতিনিধি দলটি সোমবার নাগিছড়ায় ত্রিপুরা সরকারের কৃষি গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন। নাগিছড়াতে গড়ে উঠা বিদেশি নানা প্রজাতির ফল, ট্রু পটেটু সিড,এপ্রিকাল রুটেড কাটিং এবং স্ট্রবেরির কিভাবে চাষ হচ্ছে তা সরোজমিনে পর্যবেক্ষণ করেন। ত্রিপুরার মতো ছোট রাজ্যে এই ধরনের উন্নত ও আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র দেখে প্রতিনিধিরা খুশি ব্যাক্ত করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকার উদ্যানও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড: ফণীভূষণ জমাতিয়া, নাগিছড়া কৃষি গবেষণা কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর রাজীব ঘোষ।